পাহাড়ে ফিরছেন বিমল গুরুং, বাগডোগড়া পৌঁছেই দিণক্ষণ ঘোষণা রোশন গিরির

পাহাড়ে ফিরছেন বিমল গুরুং, বাগডোগড়া পৌঁছেই দিণক্ষণ ঘোষণা রোশন গিরির

কলকাতা: অবশেষে পাহাড়ে ফিরতে চলেছেন বিমল গুরুং৷ ৬ ডিসেম্বর পাহাড়ে পা রাখবেন তিনি৷ বেশ কিছুদিন ধরেই পাহাড়ের বিভিন্ন এলাকার কর্মীদের নিয়ে সাংগঠনিক কাজ শুরু করে দিয়েছিলেন৷ শুরু হয়েছিল তাঁর ঘরে ফেরার তোড়জোড়৷ এদিন বাগডোগড়া বিমানবন্দরে পৌঁছে বিমল গুরুং-এর পাহাড়ে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন রোশন গিরি৷ প্রায় সাড়ে তিন বছর পাহাড়ে ফিরলেন রোশন৷

আরও পড়ুন- শুভেন্দুর পোস্টারে ছেয়ে গেল কোন্নগর, পোস্টার পুড়িয়ে দিল তৃণমূলের কর্মীরা

এদিন বাগডোগড়া বিমানবন্দরে রোশন গিরিকে ঘিরে প্রবল উচ্ছ্বাস দেখা গেল সমর্থকদের মধ্যে৷ তাঁর পৌঁছনোর আগে থেকেই বাগডোগরা বিমানবন্দরে ভিড় জমান তাঁদের সমর্থকরা৷ বিমান থেকে অবতরণ করার পরই তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়৷ রোশন গিরি জানান, সাড়ে তিন বছর পর পাহাড়ে ফিরতে পেরে তিনি অত্যন্ত খুশি৷ সেই সঙ্গে তিনি এও জানিয়ে দেন আগামী ৬ ডেসেম্বর পাহাড়ে ফিরবেন বিমল গুরুং৷ ওই দিন শিলিগুড়িতে জনসভা করবেন তাঁরা৷ সাড়ে তিন বছর পর তাঁরা জনসভা করবেন৷ তবে পাহাড়ের বদলে সমতলের জনসভা থেকেই নতুন করে রাজনৈতিক এন্ট্রি করবেন গুরুং৷ 

আগামীকাল একটি জনসভা করবে মোর্চা৷ সেখানে মোর্চার প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন৷ আগামীকালের জনসভা থেকে তাঁরা কী বার্তা দেন সেই অপেক্ষাতেই রয়েছে পাহাড়৷ এদিন বাগডোগড়ায় পৌঁছনোর পর রোশন গিরি বলেন, বিমল গুরুং পাহাড়ের জননেতা৷ বিনয়, অনীতরা পাহাড়কে ধ্বংস করে দিয়েছেন৷  

আরও পড়ুন- শুভেন্দুর পদত্যাগের পর বিদ্রোহের সুর আরেক বিধায়কের গলায়, দলবদলের ইঙ্গিত!

প্রসঙ্গত, ২০১৭ সালে পাহাড় ছাড়তে হয়েছিল বিমল গুরুংকে৷ পৃথক রাজ্যের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল পাহাড়৷ তাঁদের দাবি ছিল গোর্খাল্যান্ড৷ এই দাবিকে ঘিরে শুরু হয় ব্যাপক আন্দোলন৷ টানা ১০০ দিনের বেশি বনধ হয় পাহাড়ে৷ সেই সময়ই গা ঢাকা দেন বিমল গুরুং, রোশন গিরিরা৷ বিজেপি শিবিরে আশ্রয় নেন তাঁরা৷ দিল্লির নেতাদের আশ্রয়েও তাঁরা দীর্ঘ দিন কাটিয়েছেন৷ কিন্তু দুর্গা পুজোর সময় আচমকই প্রকাশ্যে আসেন গুরুং৷ তার পরই বিজেপি থেকে বেরিয়ে তৃণমূলের দিকে হাত বাড়ায়৷ 

বিমল গুরুংয়ের নামে ইউএপিএ ধারায় মামলা রয়েছে। সাড়ে তিন বছর ধরে তাঁকে খুঁজে পায়নি রাজ্য পুলিশ৷ অক্টোবর মাসে মাসে তিনি নিজেই আত্মপ্রকাশ করেন৷ এদিকে তাঁর ফেরা নিয়ে বিশাল ছেত্রী বলেন, ‘‘গুরুং শীঘ্রই কলকাতা থেকে শিলিগুড়ি আসবেন৷ সভা করবেন৷ ওই দিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পাহাড়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। তরাই এবং ডুয়ার্স তাঁকে স্বাগত জানাবে।’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =