‘যতই নাড়ো কল-কাঠি, নবান্নে আবার হাওয়াই চটি’, আত্মবিশ্বাসী অভিষেক

সাতগাছিয়া জনসভা থেকে নাম নিয়ে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাতগাছিয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ রাজ্যের তথা কেন্দ্রের একাধিক বিজেপি নেতাকে আজ সাতগাছিয়া জনসভা থেকে নাম নিয়ে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন বললেন, বিজেপির কোনও নেতার বুকের পাটা নেই তাঁর নাম নিয়ে আক্রমণ করার, অন্যদিকে আত্মবিশ্বাসী হয়ে দাবি করলেন, কেউ যতই কল কাটি নাড়ুক, নবাব নিয়ে ফের হাওয়াই চটিই আসবে।

এদিন জনসভা থেকে অভিষেক মন্তব্য করেন, তৃণমূল আর যাই করুক মায়ের সঙ্গে বেইমানি করে না, রাজনীতি করতে হলে বিজেপিকে উন্নয়নের রাজনীতি করতে হবে, ধর্মের রাজনীতি বন্ধ হওয়ার ডাক দেন তিনি। এই প্রেক্ষিতে বলেন, উন্নয়নের রাজনীতি নিয়ে বিজেপি যেখানে গিয়ে কথা বলতে বলবে, সেখানে গিয়ে তিনি কথা বলবেন, তাদের পরাজিত করবেন। এই প্রেক্ষিতে তৃণমূল সংসদের দাবি, যতই চেষ্টা করা হোক বাংলা থেকে তৃণমূলকে সরানো যাবে না। কারণ এখানে কেউ লিফটে করে ওঠেনি, হেলিকপ্টার করেও নামেনি। এই প্রসঙ্গে কথা  বলতে গিয়েই জোর গলায় স্লোগান দেন অভিষেক, ‘যতই নাড়ো কল-কাঠি, নবান্নে ফের হাওয়াই চটি’! একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্যের সঙ্গে তুলনা করেন অভিষেক। বলেন, বাম জমানায় পতন ঘটিয়ে বাংলায় নতুন সূর্যোদয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে লড়াই করতে গেলে হাত ঝলসে যাবে।

একইসঙ্গে তিনি আরও বলেন, বিজেপির নেতারা একটাই কথা বলে, শুধু ভাইপো ভাইপো বলে যায়। কিন্তু তাদের কারুর সাহস নেই তাঁর নাম নেওয়ার। এই প্রেক্ষিতে অভিষেক জোর গলায় বলেন, তিনি বিজেপির প্রত্যেক নেতার নাম নিয়ে বলতে পারেন তাঁরা বহিরাগত। কিন্তু কাদের তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, সাহস নেই। এই প্রসঙ্গে অভিষেক মনে করিয়ে দেন, মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার পরেই ধর্মতলা জনসভা করে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। বিশ্ব বাংলার মালিকানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক দাবি করেছেন, মুকুল রায় অভিযোগ তুলেছিলেন তিনি নাকি বিশ্ব বাংলার মালিক, কিন্তু তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে তিনি জিতেছেন। এরপর বিজেপির একাধিক নেতা তাদের প্রত্যেক জনসভায় পরোক্ষে ‘ভাইপো’ নাম নিয়ে তাকে আক্রমণ করেছেন। কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার সাহস দেখাননি। এই প্রেক্ষিতে তিনি বলেন, বিজেপির নেতাদের বুকের পাটা নেই নাম নিয়ে আক্রমণ করার, সেই কারণেই পরোক্ষ আক্রমণ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + five =