স্ত্রীর ক্রেডিট কার্ডে মদ, স্বামীর নামে মামলা বধূর

স্ত্রীর ক্রেডিট কার্ডে মদ, স্বামীর নামে মামলা বধূর

 

কলকাতা: স্ত্রীয়ের নামে ক্রেডিট কার্ড নিয়েছিলেন দক্ষিণ কলকাতার নেতাজি নগরে এক ব্যক্তি৷ সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রচুর টাকার মদ কেনেন ওই ব্যক্তি৷ পরে লক্ষাধিক টাকা বিল বকেয়া হয়ে যায়৷ একাধিকবার ব্যাংকের তরফে ফোন করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ৷ স্ত্রী বিষয়টি নিয়ে আপত্তি জানালে তাতে স্বামী পাত্তা দেননি বলে অভিযোগ৷

তবে স্বামীর বিরুদ্ধে অভিযোগ পুরনো বলে জানা গিয়েছে৷ এর আগেও নাকি স্বামী মদের নেশায় আসক্ত হয়ে পড়েন৷ ক্রেডিট কার্ড ব্যবহার করে নেশায় সামগ্রী কেনারও অভিযোগ রয়েছে৷ এমনকি পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে নেশামুক্ত কেন্দ্রে ভর্তি করা হয়৷ বছর খানেক আগে ওই ব্যক্তির চাকরিও চলে যায়৷ ক্রেডিট কার্ডের বিল বকেয়া পরিশোধ না করে স্ত্রীকে ক্রেডিট কার্ডের নম্বর এবং ফোন নম্বর বদলে ফেলতে বলেন স্বামী৷ সেই যুক্তি না শুনে সরাসরি নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী৷ তাতেও কোনও সুরাহা না হলে ডিসিকে চিঠি লেখেন৷ ওই ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মামলা রুজু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =