নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: প্রায় দু’দশক আগে উত্তর ২৪ পরগনার বনগাঁয় দলের নেতা সূর্যশঙ্কর রায়চৌধুরী খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাল বনগাঁ পুরসভার তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি৷ বনগাঁ মহকুমা আদালত পর্যন্ত মিছিল করে এসে অবিলম্বে দোষীদের কঠোর সাজার দাবি জানানো হয় তৃণমূলের তরফে। মিছিলে উপস্থিত ছিলেন মৃত তৃণমূল নেতা সূর্যশঙ্কর রায়চৌধুরীর ভাই সৌমেন্দ্র রায়চৌধুরী৷
ঘটনার সূত্রপাত ১৯৯৯ সালের ৪ নভেম্বর৷ তৃণমূলের দাবি, রাজনৈতিক কারণে খুন হন বনগাঁর তৃণমূল যুব কংগ্রেস নেতা সূর্যশঙ্কর রায়চৌধুরী৷ স্থানীয় একটি জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়৷ বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভাই সিদ্ধার্থশঙ্কর রায়চৌধুরী৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে মোট আটজনকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। তৃণমূল নেতা সূর্যশঙ্কর রায়চৌধুরীর খুনের ঘটনায় নাম জড়ায় তৎকালীন সিপিআইএম নেতা তথা বর্তমান বিজেপি নেতা দেবদাস মণ্ডলের। প্রায় দেড়শক মামলা চলললেও, ২০১৬ সালের পর সেভাবে আর মামলার অগ্রগতি হয়নি৷ ২০১৯ এর ২৩ জুলাই, বিষয়টি জানিয়ে বনগাঁর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় মেজিস্ট্রেট দেবাশিস সাঁতরার কাছে আবেদন করেন মৃতের আরেক ভাই সৌমেন্দ্র রায় চৌধুরী৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাইয়ের মধ্যে নতুন করে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেন এসিজেএম দেবাশিস সাঁতরা৷ যদিও তারপর থেকে এখনও কোনও অগ্রগতি হয়নি বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাদর খুনিদের শাস্তির দাবিতে চিঠি লিখেছেন ভাই সৌমেন্দ্র রায়চৌধুরী৷
এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে সৌমেন্দ্র রায়চৌধুরী বলেন, ‘‘সেই সময় হার্মাদ দেবদাস মণ্ডল এবং তার বাহিনী তাঁকে খুন করেছিল৷ কিন্তু দীর্ঘ ২১ বছর হয়ে গেলও এখনও পর্যন্ত বিচার হয়নি৷ আদালতের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে৷ আমরা চাই দ্রুত বিচারব্যবস্থা চালু হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক৷’’ মিছিলে অংশ নেওয়া তৃণমূলনেত্রী তথা ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দিপালী দাস বলেন, ‘‘১৯৯৯ সালে আমাদের তৃণমূল যুব কংগ্রেস নেতা সূর্য শঙ্কর রায়চৌধুরীকে রাজনৈতিকভাবে খুন করা হয়েছে৷ বনগাঁর এখন যিনি বিজেপি নেতা, তাঁর নাম জড়িত আছে। এই ২২ বছরে কেন বিচার হল না, সেই দাবিতেই আজ আমাদের বিক্ষোভ মিছিল৷’’
এদিনের বিক্ষোভ, বিচারের দাবিতে মিছিল নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত বিজেপি নেতা দেবদাস মণ্ডল৷ বিষয়টি বিচারাধীন বলে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন তিনি৷ তবে তৃণমূলের মিছিল সম্পর্কে বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলায় কোনও মাটি নেই৷ তারা জানে একুশে তাদের বাংলার মানুষ ছুড়ে ফেলে দেবে৷ বাংলার মানুষ তৈরি আছে৷ এখনও কোনওভাবেই পারছে না বলে মিথ্যা মামলা ফাঁসিয়ে মিথ্যেভাবে ষড়যন্ত্র করছে৷’’