‘বাড়ি বাড়ি গিয়ে সরকারের দুর্নীতির প্রচার করব’, দুয়ারে সরকার প্রসঙ্গে ঘোষণা দিলীপের

‘বাড়ি বাড়ি গিয়ে সরকারের দুর্নীতির প্রচার করব’, দুয়ারে সরকার প্রসঙ্গে ঘোষণা দিলীপের

কলকাতা: বুধবার হেস্টিংস থেকে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ আর সেখানে থেকেই রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে প্রকল্প নিয়ে তৃণমূলকে একহাত নিলেন দিলীপ ঘোষ৷ এদিন আমফানের ত্রাণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন দিলীপ৷ তবে মমতার দুয়ারে দুয়ারে সরকারের প্রকল্প নিয়ে দিলীপ বলেন, রাজ্য সরকার মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে তাদের সরকারি প্রকল্পের প্রচার করতে৷ আমরা বাড়ি বাড়ি যাব সরকারের দুর্নীতির প্রচার করতে৷ বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচীর দ্বিতীয় ধাপে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সরকারের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করা হবে বলে জানালেন দিলীপ৷ তিনি আরও বলেন, এখন সরকারি প্রকল্পের প্রচার করছে তৃণমূল তার মানে এই ১০ বছরে মানুষের কাছে সরকারি কোনও প্রকল্প পৌঁছায়নি৷

দিলীপ আরও বলেন, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা সহ বহু প্রকল্প মানুষের কাছে পৌঁছাতে দেয়নি রাজ্য সরকার৷ তিনি বলেন, একটি লিফলেট নিয়ে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে আমরা তৃণমূলে ভ্রষ্টাচার ও স্বেচ্ছাচারীতার কথা তুলে ধরব৷ আগামী ৫ তারিখ থেকে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচী শুরু হবে বলেও জানান দিলীপ৷ এছাড়াও এদিন আমফান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি৷

দিলীপ ঘোষ বলেন, আমফানের ক্ষতিপূরণ হিসেবে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে তৃণমূল নেতাদের কাছে টাকা গিয়েছে৷ শুধু আমফান নয় ২০০৯ সালে আয়লা এসেছিল৷ তাতেও দুর্নীতি করেছিল তৃণমূল সরকার৷ ঝড়ে সমু্দ্রের বাঁধ ভেঙে গিয়েছিল৷ সেই বাঁধ এখনও সারাই হয়নি৷ তখন ৫ হাজার কোটি টাকা এসেছিল কেন্দ্রের কাছ থেকে৷ সেই টাকা তৃণমূল সরকারের আমলে খরচা হয়েছে৷ দিলীপ বলেন, আমাদের দাবি আমফানের দুর্নীতির সঙ্গে সঙ্গে আয়লার টাকা নিয়েও তদন্ত হোক৷

এরপর আজ সকালে চা চক্রে বাংলায় অবাঙালীদের কৃতিত্বের মন্তব্য নিয়ে সাফাই দেন দিলীপ৷ তিনি বলেন, বাংলায় বিড়লা, নেওটিয়া, গোয়েঙ্কা, জিন্দল, মিত্তল এদের অবদান  কী অবদান নেই বাংলায়? এদের কী আপনারা বহিরাগত বলবেন? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − ten =