মাধ্যমিক পরীক্ষা কবে? শিক্ষা দফতরকে নয়া প্রস্তাব পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা কবে? শিক্ষা দফতরকে নয়া প্রস্তাব পর্ষদের

060e1345c1ebbfef3056dff42315f128

কলকাতা: করোনার কারণে থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন৷ সংক্রমণ রুখতে জনতাকে ঘরবন্দি রাখার নির্দেশও কার্যকর হয়েছে৷ লকডাউনের পর ধাপে ধাপে আনলক পর্ব শুরু হলেও এখনও বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান৷ আর তার প্রভাব সরাসরি প্রভাব পড়েছে পঠনপাঠনে৷ করোনা আরও জটিল করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ৷ আর পরিস্থিতিতে দাঁড়িয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে হবে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছেন বাংলায় কয়েক লক্ষ পরীক্ষার্থী৷ সব দিক বিবেচনা করে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়ে শিক্ষা দফতরকে প্রস্তাব পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ৷

আগামী বছর করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে, এখনও পর্যন্ত জানাতে পারেন মাধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ প্রতিবছর ফল প্রকাশের সময় পরবর্তী বছরের পরীক্ষা সূচি ঘোষণা করার চল ছিল পর্ষদ ও সংসদে৷ কিন্তু, এই নিয়ে দু’বার তার হয়নি৷ ফলে, ধোঁয়াশা প্রথম থেকেই ছিল৷ করোনা পরবর্তী পরিস্থিতি পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে৷

সাধারণ সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে এতদিন মাধ্যমিক পরীক্ষা হয়ে এসেছে৷ কিন্তু, এবার পরিস্থিতি কেবারে আলাদা৷ ফলে, বর্তমান অবস্থা খতিয়ে দেখে ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক পরীক্ষা জুন মাসে করার বিষয়ে শিক্ষা দপতরের কাছে প্রস্তাব পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা পিছনোর চিন্তা-ভাবনা শুরু হয়েছে বলে খবর৷ যদিও, পর্ষদের এই প্রস্তাব দিনের আলো দেখবে কি না, তা নির্ভর করছে মুখ্যমন্ত্রীর অনুমোদনসাপেক্ষ৷ পর্ষদের প্রস্তাব, ফেব্রুয়ারির পরিবর্তে জুনের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত হোক মাধ্যমিক৷ পরীক্ষার সময় পৌনে ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত৷ জুনে পরীক্ষা হলে ততদিনে রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার কথা৷ তারপর রয়েছে করোনা পরিস্থিতি, টিকা বাজারে আসবে কি না, এই নিয়ে আপাতত তৈরি হয়েছে জল্পনা৷ এমনই প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলার প্রথম শ্রেণির দৈনিক সংবাদপত্র ‘বর্তমান’ পত্রিকায়৷

অন্যদিকে, মাধ্যমিকের প্রস্তুতি হিসাবে বেশ কিছু কাজ আগাম গুছিয়ে নিচ্ছে পর্ষদ৷ আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর ক্যাম্প অফিসে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফর্ম জমা ও এনরোলমেন্ট ফর্ম দেওয়ার বিষয়েবিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ৷ ফেব্রুয়ারির মধ্যেই পরীক্ষা নেওয়া যায় কি না, তার প্রস্তুতিও চলছে৷ সমস্ত বিকল্প পথ হাতে রাখছে পর্ষদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *