আছে শিক্ষক, আছে পড়ুয়াও! লকডাউনের বাজারে উধাও গোটা স্কুল-বাড়ি!

আছে শিক্ষক, আছে পড়ুয়াও! লকডাউনের বাজারে উধাও গোটা স্কুল-বাড়ি!

 

ইংরেজবাজার: এ যেন এক অবাক কাণ্ড। একটি সরকারি স্কুল ভবন দিনের আলোয় উধাও! শিক্ষক রয়েছে, ছাত্র-ছাত্রীও রয়েছে, কিন্তু হঠাৎই বেপাত্তা গোটা স্কুল ভবনটি৷ ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ তবে কে বা কারা এই ঘটনা ঘটাল, তা এখনও অজানা৷ আর এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার পুরসভার দশ নম্বর ওয়ার্ডে৷

১৯৬৯ সালে এলাকার দুস্ত পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছিল ছাত্রবন্ধু প্রাথমিক বিদ্যালয়৷ এতদিন এই প্রাথমিক বিদ্যালয় ঠিকঠাকভাবে চললেও বেশ কয়েকদিন আগে হঠাৎই এই ভবনটিকে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের৷ স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন, হয়তো পুরনো ভবনটিকে ভেঙে নতুন করে তৈরি করা হবে৷ কিন্তু তেমন কিছু না হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে জানান৷ জেলা পরিদর্শক তদন্ত করে দেখার পর ইংরেজ বাজার থানায় গোটা ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ জানান৷ অভিযোগ জানান জেলা সদরের এসডিও নিজেও৷

ঘটনার পর পুলিশের তরফে সরকারি সম্পত্তি ভাঙচুরের একটি মামলা রুজু করা হয়৷ যদিও এ ঘটনার সঙ্গে কারা যুক্ত, এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেননি জেলা প্রশাসন৷ তবে, শুরু হয়েছে তদন্ত৷ স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেলিম জানান, দীর্ঘদিন ধরেই এই স্কুলে স্থানীয় পড়ুয়ারা পড়াশোনা করত৷ তাঁরাও এই স্কুলেই পড়াশোনা করেছেন৷ তবে হঠাৎ স্কুলের ভবন ভেঙে দেওয়া কারণ তাঁদেরও অজনা৷

ঘটনা প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সংবাদমাধ্যমে কিছু বলতে চাননি৷ এদিকে আজ ভাঙা স্কুল-ভবন পরিদর্শনে যান বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র৷ তিনি জানান, এখানে একটি বিদ্যালয় ভেঙে দেওয়া হয়েছে৷ এই জায়গাটি প্রোমোটারদের দখলে চলে যাচ্ছে৷ এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =