কলকাতা: প্রায় ৯ মাস হতে চলল৷ করোনা প্যান্ডেমিকের জেরে বন্ধ রয়েছে স্কুল৷ এই পরিস্থিতিতে চলতি বছরের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা না নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ করোনা পরিস্থিতির জেরে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়৷ আগামী বছর কবে পরীক্ষা হবে, তা নিয়ে এখনও কোনও সূচি চূড়ান্ত না হলেও প্রজেক্টের নম্বর নিয়ে প্রধান শিক্ষকদের নয়া নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ কবে প্রকাশিত হতে পারে আগামী বছরের পরীক্ষা সূচি? সংসদের নয়া বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷
বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে জানানো হয়েছে, ২০২১ সালে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের দেওয়া নন-ল্যাব প্রজেক্ট নোটবুক দ্রুত মূল্যায়ন করে তার নম্বর জমা করাতে হবে৷ শিক্ষকদের থেকে মূল্যায়নের নম্বর সংগ্রহ করে প্রধান শিক্ষকরা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে তা জমা করাবে৷ আগামী ২২ জানুয়ারির মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ করোনা পরিস্থিতির মধ্যে স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকলেও খোলা রয়েছে বিদ্যালয়৷ চলছে প্রশাসনিক কাজকর্ম৷ শিক্ষক-শিক্ষিকাদের প্রধান শিক্ষকের রোস্টার অনুযায়ী যেতে হচ্ছে স্কুলে৷
নন-ল্যাব প্রজেক্টের নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরবর্তী বছরে একাদশ ও দ্বাদশের পরীক্ষার কোনও সূচি এখনও প্রকাশ করতে পারেনি শিক্ষা সংসদ৷ বিজ্ঞপ্তি জারি করে সংসদের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা-সহ সম্পূর্ণ সূচি যথা সময়ে সংসদের ওয়েবসাইটে প্রকাশিত হবে৷ কিন্তু প্রশ্ন উঠছে, ‘যথা সময়’ বলতে আদতে আরও কত সময় বোঝাতে চাইছে সংসদ? কবে প্রকাশিত হবে পরীক্ষা সূচি? দীর্ঘ বছর ধরে ফল প্রকাশের দিন পরবর্তী বছরের পরীক্ষা সূচি প্রকাশিত হয়ে এসেছে৷ কিন্তু, গত দু’বছর ফল প্রকাশের দিন পরীক্ষা সূচি প্রকাশ হয়নি৷ ফলে, বাড়ছে বিভ্রান্তি৷ চলতি বছরে করোনা আবহে ফল প্রকাশ করা হলেও এখনও ২০২১ সালের সূচি এখনও চূড়ান্ত হয়নি৷ একদিকে করোনার জেরে পঠনপাঠনে সমস্যা, অন্যদিকে পরীক্ষার দিনক্ষণে ধোঁয়াশা, সব মিলিয়ে চূড়ান্ত বিপাকে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা৷
কেননা, টানা ৮-৯ মাস বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ হয়ে রয়েছে৷ ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এবার একদিনও ক্লাস নেওয়া সম্ভব হয়নি৷ মাধ্যমিকে ক্লাস হয়েছে মেরেকেটে মাত্র আড়াই মাস৷ ফলে, একদিনও ক্লাস না করিয়ে কীভাবে হবে পরীক্ষা? পড়ুয়া ও অভিভাবক মহলে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ তার উপর আগামী বছর কবে পরীক্ষা, তার দিনক্ষণ এখনও চূড়ান্ত না হওয়ায় পরীক্ষার প্রস্তুতি নিতে চূড়ান্ত সমস্যায় পড়েছেন পড়ুয়ারা৷ সিলেবাস কমেছে বটে, পরীক্ষা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে ২১-এর মহানির্বাচন৷ আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ রাজ্য বিধানসভা নির্বাচন হতে পারে৷ তারপর রয়েছে করোনা পরিস্থিতি৷ স্কুলশিক্ষা দফতর সূত্র খবর, ভোট পর্ব মিটলে জুন নাগাদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যেতে পারে৷ তবে, তা এখনও চূড়ান্ত না হওয়ায় অব্যাহত ধোঁয়াশা৷