ভারতকে ভেন্টিলেটর দেবে আমেরিকা, বন্ধু মোদির পাশে থাকার অঙ্গীকার ট্রাম্পের

করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে মার্কিন মুলুকে। মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতেও ভারতের পাশে থাকার অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ভেন্টিলেটর ছাড়াও কোভিড ১৯ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারেও ভারতের পাশে দাঁড়াবে আমেরিকা, এমনই প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প।

imagesmissing

ওয়াশিংটন: করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে মার্কিন মুলুকে। মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতেও ভারতের পাশে থাকার অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে ভেন্টিলেটর ছাড়াও কোভিড ১৯ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারেও ভারতের পাশে দাঁড়াবে আমেরিকা, এমনই প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প।

শুক্রবার (১৬ মে) রাতে ১২টা ২০ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট টুইট করেছেন, 'আমি গর্ব অনুভব করছি এটা জানাতে পেরে যে, আমাদের বন্ধু ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র ভেন্টিলেটর দিয়ে সাহায্য করবে। বর্তমান করোনা মহামারীর সময় ভারত এবং সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আমরা আছি। করোনার প্রতিষেধক তৈরির কাজেও আমরা সাহায্যের হাত বাড়াব। এই অদৃশ্য শত্রুকে হারাতে আমরা একসঙ্গে লড়ব।'