নাড্ডার কনভয়ে হামলা: রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক! ‘বাংলায় অন্ধকার’ দেখছেন শাহ!

নাড্ডার কনভয়ে হামলা: রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক! ‘বাংলায় অন্ধকার’ দেখছেন শাহ!

 

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি: রাজ্য সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর হামলার ঘটনা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের থেকে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও এই ঘটনার নিন্দা করে টুইট করেছেন৷ বিষয়টি কেন্দ্রীয় সরকার ‘অত্যন্ত গুরুত্ব’ দিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি। টুইটারে অমিত শাহ লেখেন, ‘‘আজ বিজেপি সভাপতি জেপি নাড্ডর ওপর হামলা করা হয়েছে। এই হামলা নিন্দনীয়। এই হামলার ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। এই হামলা করার জন্য রাজ্যের শান্তিপ্রিয় মানুষের কাছে উত্তর দিতে হবে রাজ্য সরকারকে।’’ তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে বাংলায় ‘স্বৈরাচারি যুগ’ চলছে, রাজ্যের ‘গণতন্ত্রের মূল্য’ হারাচ্ছে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ 

টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘‘তৃণমূলের শাসনকালে রাজ্যে অত্যাচার, স্বৈরাচার এবং অন্ধকার নেমে এসেছে। যেভাবে রাজ্যে রাজনৈতিক হিংসাকে প্রাতিষ্ঠানিক করে তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজত্বে, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন যাঁরা, তাঁদের পক্ষে খুবই উদ্বেগজনক হয়েছে উঠেছে।’’ জেপি নাড্ডার ওপর হামলার ঘটনার নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন৷ তিনি বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক ঘটনা। প্রতিষ্ঠান বা সরকার থেকে পরিষ্কার ইঙ্গিত, বিজেপির জনপ্রিয়তা বৃদ্ধিতে তারা অস্বস্তিতে। সেই জন্যই তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে।’’ কেন্দ্রীয়মন্ত্রী পিযুষ গোয়েল আরও বলেন, ‘‘বিজেপির জাতীয় সভাপতির ওপর হামলা করেছে যে গুণ্ডারা, তাদের বিরুদ্ধে কঠোরতম সাজা হওয়া উচিৎ। এটা শুধুমাত্র নাড্ডাজির ওপর হামলার ঘটনা নয়, দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর ওপর হামলা। আমরা নাড্ডাজির ওপর এই হামলার কঠোর নিন্দা করি।’’ জেপি নাড্ডার কনভয়ে হামলার খবর পাওয়ার পর তাঁর সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিষয়টির তদন্ত হওয়া উচিৎ বলে মত প্রকাশ করে টুইট করেন তিনি। দলীয় সভাপতির কনভয়ে হামলার ঘটনাকে ‘ভারতীয় রাজনীতির ইতিহাসে কালো দিন’ বলে মন্তব্য করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর কথায়, ‘‘ভারতীয় রাজনীতির ইতিহাসে এটি একটি কালো দিন। এমনকী, পশ্চিমবঙ্গে সংবাদমাধ্যমও নিরাপদ নয়।’’ হামলার পরেই দলের জাতীয় সম্পাদক বলেন, এই হামলার ঘটনার মধ্য দিয়েই রাজ্যের অপশাসনের চিত্র ফুটে ওঠে৷

 

এদিকে, হামলার খবর পাওয়ার পরেই রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল জগদীপ ধনকর৷ সন্ধ্যে ৬টা নাগাদ রাজভবনে যান রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিক। জেপি নাড্ডার ওপর হামলার ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক হয় তাঁদের। যদিও বিজেপি সভাপতির ওপর হামলার ঘটনা এবং অন্যান্য বিষয় সম্পর্কে কোনও তথ্য না নিয়েই বৈঠকে যোগ দিয়েছেন বলে টুইটারে অভিযোগ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি ঘটনার নিন্দা করে টুইটারে রাজ্যপাল লেখেন, ‘‘বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে শাসকদলের হার্মাদদের হামলার ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের অপশাসন ও আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগের৷’’

বুধবার দু’দিনের রাজ্য সফর শুরু করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার বিভিন্ন কর্মসূচির পর বৃহস্পতিবার সকালে নিউটাউন থেকে ডায়মন্ডহারবার সফর করেন তিনি। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, উইন্ডোস্ক্রিনে হামলা করা হয়েছে। লাঠি, রড নিয়ে গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। হামলার পরেই খোদ জেপি নাড্ডা বলেন, “যদি আমি এখানে বৈঠকে পৌঁছাতে পারি, তাহলে সেটা মা দুর্গার আশীর্বাদে।” তবে বুলেট প্রুফ গাড়িতে থাকায় কোনও আঘাত লাগেনি জেপি নাড্ডার, যদিও আহত হন কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *