দু’দিনের বাংলা সফরে বালু-কেষ্টর দুর্গে অমিত শাহ! তুঙ্গে চর্চা

দু’দিনের বাংলা সফরে বালু-কেষ্টর দুর্গে অমিত শাহ! তুঙ্গে চর্চা

78050455bb02518737524fdc4ebf942a

কলকাতা: বিজেপি’র সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার সফর ঘিরে তুমুল অশান্তির পর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ১৯ ডিসেম্বর দু’দিনের সফরে বঙ্গে আসছেন তিনি৷ বিজেপি সূত্রে খবর, এই দু’দিন তিনি অংশ নেবে দলের তিনটি পৃথক কর্মসূচিতে৷ পা রাখবেব বালু (জ্যোতিপ্রিয় মল্লিক) ও কেষ্টা (অনুব্রত মন্ডল)-র গড়ে৷ বঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুর আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে কর্মসূচি রেখেছিলেন নাড্ডা৷ এবার উত্তর ২৪ পরগনা ও বীরভূমে কর্মসূচি চলবে অমিত শাহের৷ 

আরও পড়ুন- বঙ্গধ্বনি যাত্রায় ‘গোষ্ঠীদ্বন্দ্ব’! রাজপথে আদি বনাম যুব তৃণমূলের মিছিলে বিতর্ক!

জানা গিয়েছে, ১৮ ডিসেম্বর রাতেই কলকাতা পৌঁছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বঙ্গ সফরে এসে জেপি নাড্ডা যে ভাবে জনসংযোগ কর্মসূচি নিয়েছিলেন, একই ভাবে জন সম্পর্ক অভিযানে অংশ নেবেন শাহ৷ এই কর্মসূচির অঙ্গ হিসাবেই ১৯ তারিখ তিনি যাবেন বনগাঁ৷ সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলবেন তিনি৷ এই জন সংযোগ কর্মসূচি চলার সময় অমিত শাহ নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন বলেও বিজেপি সূত্রে খবর৷ উত্তর চব্বিশ পরগণার কর্মসূচির পর তিনি কলকাতায় ফিরে আসবেন৷ সেখানে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা তাঁর৷ 

আরও পড়ুন- এনামুলকে হেফাজতে পেল না সিবিআই, ১৪ দিনের জেল হেফাজত

জানা গিয়েছে, পর দিন অর্থাৎ ২০ তারিখ শান্তিনিকেতন বোলপুর যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সরকারি কর্মসূচিতে অংশ নিতেই তাঁর বোলপুর সফর বলে উল্লেখ করা হয়েছে৷ অনুব্রতকে নিশানা করতেই তাঁর বীরভূমের কর্মসূচি কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *