নজরে নির্বাচন: ভিনরাজ্যের বাঙালিদের কাছে পৌঁছে যাচ্ছে বিজেপি

নজরে নির্বাচন: ভিনরাজ্যের বাঙালিদের কাছে পৌঁছে যাচ্ছে বিজেপি

কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসছে। বাঙালিদের মনস্তত্ত্ব বুঝে নেওয়ার পালা। বাঙালিকে বিজেপি পরিচালিত জাতীয়তাবাদে সংপৃক্ত করার সময় উপস্থিত। তাই প্রচার শুধু বঙ্গেই সীমাবদ্ধ রাখতে চায়না পদ্ম শিবির। পাশ্ববর্তী রাজ্যগুলির বাঙালিদের কাছে পৌঁছানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

মধ্যপ্রদেশে বসবাসরত বাঙালি পরিবারগুলিতে পৌঁছানোর জন্য একটি জাতীয় প্রচারণা শুরু করা হয়েছে। এই প্রচারের অংশ হিসাবে, মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র অভিনেত্রী-রাজনীতিবিদ জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ির সাথে সাক্ষাত করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রচারে তাকে রাজ্যের রাজধানীতে বাঙালি পরিবারের সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সার্বিকভাবে, বিজেপির মূল অভিযোগ এবং যুক্তি পশ্চিমবঙ্গে সরকার দুর্নীতিগ্রস্ত। তৃণমূল কংগ্রেস সরকারের পতন আসন্ন।

মধ্যপ্রদেশে প্রায় আড়াই লাখ বাঙালি বাস করেন। ভোপালেই ৩৫ হাজার বাঙালি রয়েছেন। বিজেপি বিশ্বাস করে, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে আছেন। বাঙালিদের জন্য একটি সভাও আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।

সুপরিচিত লেখক-সাংবাদিক তরুন ভাদুড়ির স্ত্রী ইন্দিরা ভাদুরি (৯০) বেশ কয়েক দশক ধরে ভোপালে বসবাস করছেন। তিনি রাজ্য জুড়ে এবং এমনকি পশ্চিমবঙ্গে বাঙালি পরিবারের মধ্যেও সমধিক পরিচিত। তার মেয়ে জয়া, জামাই অমিতাভ বচ্চন এবং পরিবারের অন্যান্য সদস্যরা প্রায়শই বছরে একবার তাঁর কাছে আসেন।

বিজেপি সূত্রে খবর, দিল্লিতে বিশাল বঙ্গ সম্মেলন আয়োজন করতে চলেছে পার্টি। দেশের বিভিন্ন দিক থেকে বাঙালিরা আমন্ত্রিত হবেন। শ্যামাপ্রসাদ মুখার্জির থেকে সৃষ্ট জনসংঘ পরবর্তীকালে জন্ম দেয় ভারতীয় জনতা পার্টির। কিন্তু, দীর্ঘকাল মূল স্রোতের বাঙালি রাজনীতিতে গেরুয়া প্রভাব ছিল ফিকে। তবে ২০১৬ সাল থেকে পশ্চিমবঙ্গে বিজেপি আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে শুরু করে। বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বেশ কয়েকজন বিধায়ক আছেন। এই রাজ্য থেকে ১৮ জন সাংসদও রয়েছেন। শাসক দল তৃণমূল কগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে বহিরাগত এবং বাঙালি বিরোধী তকমা দেওয়া হচ্ছে। বঙ্গ সম্মেলন সেই কারণেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =