করোনার জেরে অর্থনৈতিক মন্দার মুখে জাপান, জিডিপি কমে দাঁড়াল তিন শতাংশে

করোনার জেরে অর্থনৈতিক মন্দার মুখে জাপান, জিডিপি কমে দাঁড়াল তিন শতাংশে

টোকিও:  ২০১৫ সালের পর প্রথম অর্থনৈতিক মন্দার মুখে পড়তে চলেছে জাপান। এশিয়ার অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত জাপান। সেই জাপানেই জিডিপি ৩ শতাংশে নেমে গেল বলে জানা গিয়েছে।করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব ফেলেছে জাপানে। জাপান মূলত ব্যবসায়িক দেশ। করোনা সংক্রমণ ও টানা লকডাউনের জেরে জিডিপি ৩.৪ শতাংশে নেমে গিয়েছে বলে জানা গিয়েছে। যা ২০১৯ সালের শেষ কোয়ার্টারে ছিল ৬.৪ শতাংশ। বিশেষজ্ঞরা জাপানের কোনও ইতিবাচক ভবিষ্যত দেখতে পাচ্ছেন না। করোনা মোকাবিলায় জাপান এখনও পুরোপুরি লকডাউন করেনি। তবে এপ্রিলে জাপানে জরুরি অবস্থা জারি হয়। এটাই জাপানের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে।

করোনা ভাইরাসে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। তারপরেই রয়েছে রাশিয়া। আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লক্ষের বেশি মানুষ। ৮০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। দুই লক্ষের বেসি মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।গত কয়েকদিন ধরে রাশিয়ার আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। আচমকাই রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল। ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন। সম্প্রতি রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে। রাশিয়ায় এখন গড়ে আট হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। রাশিয়ায় দুই লক্ষ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

তবে রাশিয়ায় মৃত্যুর হার  খুব কম। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ৯৭ জন মারা গিয়েছেন। রাশিয়ায় মোচ ২,৭২২ জন করোনায় মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। ডিসেম্বরের শেষে চিনের হুবেই প্রদেশের উহান প্রদেশে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। উহান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। চিনের হিসেব করোনায় সে দেশে ৮৪ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। তবে তা সঠিক তথ্য নয় বলে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *