বাংলার অর্থনীতির কী হাল? ভোটের ময়দানে বিজেপির নিশানায় রাজ্য!

বাংলার অর্থনীতির কী হাল? ভোটের ময়দানে বিজেপির নিশানায় রাজ্য!

1cb25f350415aa529968040f1557b3b1

কলকাতা: মোদি সরকারের আমলে দেশের নিম্নগামী অর্থনীতিকে একাধিকবার সমালোচনায় নিশানা বানিয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদের ভিতরে এবং বাইরে তৃণমূল সাংসদরা একাধিকবার দেশের অর্থনৈতিক অধোগামীতা সরব হয়েছেন। তবে, রাজ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ভিন্ন চিত্র। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর এতদিন পর্যন্ত রাজ্যের অর্থনৈতিক হাল নিয়ে শাসকদল তৃণমূলকে চ্যালেঞ্জ করছে বিজেপি। বাম সরকারের দেনার সঙ্গে যুদ্ধ করে রাজ্যকে নিজের পায়ে দাঁড় করিয়েছে তৃণমূল সরকার – এমন দাবিকেই চ্যালেঞ্জ করছে বিজেপি।

বিজেপি’র প্রথম যুক্তি – রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি, বিনিয়োগ আনা এবং রাজ্যের মানুষের আয় বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। এই তিন ক্ষেত্রে ব্যর্থতা বাংলার সাধারণ মানুষের জনজীবনে প্রভাব ফেলেছে। দাবি CAGR বা Compound Annual Growth Rate – কে আনা হয়েছে বিতর্কের কেন্দ্রে। ২০১১-১২ থেকে  ২০১৮-১৯ সালের মধ্যে CAGR হল ৩.৮৮ শতাংশ। পশ্চিমবঙ্গ ৩২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ২২ তম স্থানে। দ্বিতীয় যুক্তি, ২০১০-১১ সালে দেশে মোট প্রাপ্ত FDI বা Foreign Direct Investment – এর মাত্র ১ শতাংশ পশ্চিমবঙ্গে আসত। ২০২০ সালেও তা ১ শতাংশ। বিনিয়োগ টানতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস সরকার।

বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত বলেন, ‘‘দেশ স্বাধীন হওয়ার পর অর্থনীতিতে পশ্চিমবঙ্গ প্রথম বা দ্বিতীয় ছিল। পশ্চিমবঙ্গে। GDP ২০১১-১২ তে ছিল ৬.০৩ শতাংশ। এখন সেটা ৫.২৫ শতাংশ। তারমানে সারা ভারত বর্ষের তুলনায় পশ্চিমবঙ্গের অর্থনীতি ‘সিরিয়াসলি আন্ডার পারফর্ম’ করছে।’’ ২০২১ সালের বিধানসভার নির্ঘণ্ট  ঘোষিত বা প্রকাশিত হয়নি। তবে ইতিমধ্যেই বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের তর্কযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দুই তরফেই তীব্র ভাষণ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা সভা করেছেন। দুই পক্ষের মুখপত্ররা নিয়মিত সাংবাদিক বৈঠকও করছেন। অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *