বাড়ির ছাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান, সঙ্কটে ১০৭ যাত্রী

বাড়ির ছাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান, সঙ্কটে ১০৭ যাত্রী

করাচি: জনবহুল করাচি শহরের ভেঙে পড়ল পাক এয়ারলাইনসের বিমান৷ বিমানবন্দরের কাছে জনবহুল এলাকার বাড়ির ছাদে ভেঙে পড়ে বিমানটি৷ দুর্ঘটনায় জখম ও মৃত্যু হয়েছে বহু মানুষের৷ বিমানটিতে মোট ১০৭ জন যাত্রী ছিলেন বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর৷

জানা গিয়েছে, বিমান দুর্ঘটনার জেরে বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বাড়ির ছাদে বিমান ভেঙে পড়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

জানা গিয়েছে, মডেল কলোনি চত্বরে ওই বিমানটি ভেঙে পড়ে৷ ৪টি বাড়িতে আগুন ধরে যায়৷ আর তার জেরে বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনার পর উদ্ধারকাজের জন্য হাত লাগায় পাক সেনাবাহিনী৷ উদ্ধারে হাত লাগান স্থানীয়রা৷ রানওয়েতে ল্যান্ড করার সময় বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে৷ বিমানের যাত্রীদের উদ্ধার করা গেলেও তাঁদের বেঁচে ফেরার আশা কম বলে মনে করছে স্থানীয় প্রশাসন৷ গোটা ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *