নিজস্ব সংবাদদাতা, ডায়মণ্ডহারবার: বুধবার ডায়মণ্ডহারবারে গিয়ে সাংবাদিক বৈঠক করে ফের রাজ্য সরকারকে তোপ রাজ্যপাল জগদীপ ধনকড়ের৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও উগরালেন ক্ষোভ৷ ধনকর বলেন, “কিছু দিন ধরেই রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে। আপনারাও দেখছেন। এটা অত্যন্ত লজ্জার বিষয়।”একইসঙ্গে এদিন মমতার ‘বহিরাগত’ মন্তব্য নিয়ে তোপ দাগেন তিনি৷ বলেন, ভারতের নাগরিকদের বহিরাগত বলছেন মুখ্যমন্ত্রী৷ এটা সংবিধান বিরোধী৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রাজ্যপাল বলেন, সংবিধান বিরোধী কাজ করেন মু্খ্যমন্ত্রী৷ তাঁর কার্যকলাপ রাজ্যপালের চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে৷ তিনি এদিন পুলিশ আধিকারিকদের প্রতি কার্যত হুশিয়ারি দিয়ে ধনকড় বলেন, ওসি আইসিদের বলছি পুলিশকে মানবাধিকার লঙ্ঘন করলে চলবে না। তাদের আইনশৃঙ্খলার দিকে ধ্যান দিতে হবে৷ শাসক দলের মর্জি মাফিক রাজনীতি হবে না।
ধনকড় প্রশ্ন করেন, শাসক দলের মর্জি মতন কি রাজনৈতিক গতিবিধি নিয়ন্ত্রিত হবে বাংলায়? এখানে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে৷ জেপি নাড্ডার ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, কে কেমন ভাবে রাজনীতি করে তাতে আমার কিছু যায় আসে না৷ কিন্তু নাড্ডা হোক বা যেই হোক এধরণের আচরণ প্রত্যাশিত ছিল না৷ একইসঙ্গে তাঁর কথায়, কেন্দ্র সরকারের সঙ্গে বিরোধিতার কারণে রাজ্যের অনেক ক্ষতি হয়েছে৷ রাজ্যের সমস্ত কৃষকদের বছরে ৬০০০ টাকা পাওয়ার কথা ছিল, যা দেশের সমস্ত কৃষকেরা পেয়েছে৷ কিন্তু পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষকেরা তা পায়নি৷ যা অন্নদাতাদের পেটে লাথি মারার সমান৷