আর থাকা যাবে না করোনা আক্রান্ত ভারতে! নাগরিকদের ফেরার নির্দেশ চিনের

আর থাকা যাবে না করোনা আক্রান্ত ভারতে! নাগরিকদের ফেরার নির্দেশ চিনের

বেজিং: ভারতে আটকে পড়া চিনা নাগরিকদের দেশে ফেরানোর উদ্যোগ নিল বেজিং৷ যাঁরা ভারত থেকে চিনে ফিরতে চান, তাঁদের বিশেষ বিমানে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হচ্ছে৷ তবে টিকিটের খরচ দিতে হবে তাঁদেরই৷ সোমবার এই মর্মে ম্যান্ডিরিন ভাষায় একটি নোটিশ জারি করল নয়াদিল্লির চিনা দূতাবাস৷

দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ‘‘ভারতে লকডাউনে আটকে পড়া চিনা ছাত্র, পর্যটক ও ব্যবসায়ী, যাঁরা অবিলম্বে দেশে ফিরতে চান, তাঁদের ফিরিয়ে আনতে চিনা বিদেশ মন্ত্রকের তরফে বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে।’’ এই তালিকায় রয়েছেন চিন থেকে ভারতে যোগা শিখতে আসা ছাত্রছাত্রী এবং বৌদ্ধ তীর্থযাত্রীরাও।

ইচ্ছুক নাগরিকদের ২৭ মে’র মধ্যে দূতাবাসের ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে বলে জানানো হয়েছে৷ তবে কবে ও কোথা থেকে চিনের উদ্দেশে এই বিশেষ বিমান যাত্রা করবে, সেই বিষয়ে নোটিশে স্পষ্ট কোনও উল্লেখ নেই৷ তবে দেশে ফিরতে আগ্রহী চিনা নাগরিকদের বিমানভাড়া তাঁদেরই বহন করতে হবে৷ সেইসঙ্গে দেশে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যয়ভারও বইতে হবে তাঁদের৷ 

তবে করোনা আক্রান্ত ব্যক্তিরা কোনও ভাবেই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন না বলে নোটিশে সাফ নির্দেশিকা জারি করা হয়েছে৷ এমনকী জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলেও, বিশেষ বিমানের জন্য নাম নথিভুক্ত করা যাবে না। করোনার উপসর্গ বা এই রোগের কথা গোপন করে চিনে পৌঁছলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে৷ চিনে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় উপসর্গ ধরা পড়লে সংশ্লিষ্ট নাগরিকের বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে৷ 

এদিকে, ভারতে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৯৭৭ জন৷ আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৩৮ হাজার৷ মৃত্যু হয়েছে ৪ হাজার আক্রান্তের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *