তৃণমূলত্যাগী নেতাদের নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপি! ‘কিছু ঠোক্কর তো খেতেই হবে’

তৃণমূলত্যাগী নেতাদের নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপি! ‘কিছু ঠোক্কর তো খেতেই হবে’

কলকাতা: তৃণমূল কংগ্রেস ছেড়েছেন – শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তেওয়ারী, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং শীলভদ্র দত্ত। গুঞ্জন, তাঁরা বিজেপিতে যোগ দেবেন! অতীতে তৃণমূল কংগ্রেস থেকে অনেক নেতাই বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান নিয়ে জলঘোলাও কম হয়নি। সেক্ষেত্রে একই বিষয় নিয়ে আলোচনা এবারও হচ্ছে। জিতেন্দ্র তেওয়ারী, শ্যামাপ্রসাদ মুখার্জি’র বিজেপিতে যোগদান নিয়ে দলের অন্দরেই অসন্তোষ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সঙ্ঘের দক্ষিণবঙ্গের এক বরিষ্ঠ নেতার মতে, এটি ভাবধারা আয়ত্ব করার বিষয়। যে নেতারা এতদিন অন্য রাজনৈতিক দলে ছিলেন, এতদিন বিজেপি বিরোধী করেছেন, তিনি বিজেপিতে এলে কিছু ঠোক্কর তো খেতেই হবে। কিন্তু অভিজ্ঞ নেতারা বিজেপির ঢঙ্গে নিজেকে মানিয়ে নেবেন।

অন্য দিকে রাজ্য বিজেপি বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত। একটি অংশ মনে করছে, মুকুল রায় বিজেপিতে আসার পর তার হাত ধরে তৃণমূল কংগ্রেসের অনেকেই পার্টিতে এসেছেন। পরিস্থিতি এক সময় এই অবস্থায় গিয়ে পৌঁছেছিল যে বিনা নোটিসে তৃণমূল থেকে বিজেপিতে আশা আটকাতে পার্টির সাধারণ সম্পাদক সংগঠনকে মাঠে নামতে হয়। সেই পরিস্থিতি কী আবার তৈরি হতে চলেছে …। বিজেপিতে অন্য একটি মতামতও রয়েছে। তারা বলছেন, পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল। এখানে এলে খাঁটি সোনাটাই থেকে যাবে। খাদ বিলুপ্ত হবে।

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান নিয়ে প্রথম আপত্তি জানায় বাবুল সুপ্রিয়। অন্যদিকে বাঁকুরায় শ্যামাপ্রসাদ মুখার্জির বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে দলের ভিতরেই কর্মীরা বিক্ষোভ শুরু করেন। তবে বিজেপির ভিতরে অনেকেই বলছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেবেন৷ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব নতুন নয়। বিষয়টি নিয়ে মুকুল রায়-দিলীপ ঘোষ দূরত্ব তৈরি হয়। কিছুদিন আগেই যুব মোর্চার কমিটি তৈরি নিয়ে দ্বন্দ্ব প্রকাশে আসে। যুব মোর্চার রাজ্য কমিটির যে তালিকা তৈরি হয়েছে তা নিয়ে নতুন করে দ্বন্দ্বের আভাস পাওয়া গিয়েছে বিজেপির অভ্যন্তরে। শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তেওয়ারী, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং শীলভদ্র দত্ত যোগদানের ক্ষেত্রে মুকুল রায়ের ভূমিকা নেই। তবুও অনেক বিজেপি নেতা সিঁদুরে মেঘ দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =