গুরুদেবকে সম্মান দিয়ে নোবেল সংস্থা নিজেদেরই স্বীকৃতি দিয়েছে, অমিত শাহ

গুরুদেবকে সম্মান দিয়ে নোবেল সংস্থা নিজেদেরই স্বীকৃতি দিয়েছে, অমিত শাহ

2b9a01bd86ed58ba3192b3351d464b8b

বোলপুর: মেদিনীপুরে মেগা শো’র পর রবিবার দ্বিতীয়দিনের কর্মসূচিতে বোলপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বাউল পরিবারে মধ্যাহ্নভোজনের পর শুরু হয় তাঁর রোড শো৷ এর জন্য অনুব্রত গড়কেই বেছে নেন তিনি৷ এদিন অমিত শাহ গিয়েছিলেন শান্তিনিকেতনেও৷      

আরও পড়ুন- লাল-সবুজ-গেরুয়া! কে কতবার দলবদল করলেন? রয়েছে দল ছাড়ার হ্যাটট্রিক!

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, কবিগুরুকে সম্মান দেওয়ার মাধ্যমে নোবেল সংস্থা নিজেদেরই স্বীকৃতি দিয়েছে৷ তাঁর কথায়, ‘‘ আজ এক মহামানবকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য৷ আজ আমার কাছে খুবই সৌভাগ্যের দিন। কিবি গুরু সমগ্র বিশ্বে ভারতীয় জ্ঞান, সাহিত্য, দর্শন ও কলাকে জনপ্রিয় করেছিলেন।’’ 

এর পর ইতিহাসের সরণী বেয়ে তিনি বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে জাতীয়তাবাদী আন্দোলনের দুই প্রধান মুখ ছিলেন মহাত্মা গান্ধী ও সুভাষ চন্দ্র বসু। তাঁরা দুজনই কবিগুরুকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন।’’ তিনি আরও বলেন, ‘‘ কবিগুরু একদিকে যেমন বিশ্বভারতী ও শান্তিনিকেতনে ভারতীয় সংস্কৃতি, কলা, দর্শনের প্রচার ও প্রসার ঘটিয়েছেন৷ অন্যদিকে, বিশ্বের বিভিন্ন ভাষা ও  সংস্কৃতির সঙ্গে ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছিলেন। 

আরও পড়ুন- বাউল পরিবারের শাহি ভোজ সারলেন অমিত

১৯১৩ সালের ১৩ নভেম্বর নোবেল পেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রমাথ ঠাকুর৷ অমিত শাহ বলেন, গুরুদেবের নোবেল পুরস্কার সংক্রান্ত কোনও একটি লেখা পড়েছিলাম। যেখানে বলা হয়েছিল, নোবেল সংস্থা কবিগুরুর সাহিত্য, জ্ঞান ও কবিতাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমি মনে করি, কবিগুরুকে সম্মান দেওয়ার মাধ্যমে নোবেল সংস্থা নিজেরা স্বীকৃতি পেয়েছে। তিনি একমাত্র ব্যক্তি যাঁর লেখা গান দুটি দেশের জাতীয় সঙ্গীত হিসাবে হয়েছে।”
 

আজ সকালে শান্তিনিকেতনে সরকারি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ৷ বোলপুর থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে নামেন তিনি৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন অমিত শাহ৷ উপাসনা গৃহ ঘুরে দেখেন৷ পরে সংগীত ভবনে অমিত শাহ বিশেষ অনুষ্ঠানে অংশ নেন৷ সেখানে লোকসংগীত থেকে রবীন্দ্রসঙ্গীত শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ অনুষ্টান শেষে ‘কে তুমি মম অঙ্গনে?’ গানে তাল মেলাতে দেখা যায় শাহকে৷ পরে সংগীত ভবনে অনুষ্ঠান অংশ নেওয়া শিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহিত করেন৷ পরে সেখান থেকে বাংলাদেশ ভবনে সরকারি কর্মসূচিতে অংশ নেন অমিত শাহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *