মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ: সুজাতা

যোগ দিয়েই স্পষ্ট দাবি করলেন, তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়

 

কলকাতা: বঙ্গ রাজনীতির আবহাওয়া হঠাৎ করেই বদলে দিয়েছেন একজন। তিনি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ। কিছুদিন আগে পর্যন্ত যিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেছিলেন, আজ তিনি তৃণমূল সাংসদ সৌগত রায় এবং তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এর উপস্থিতিতে যোগদান করলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। যোগ দিয়েই স্পষ্ট দাবি করলেন, তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখ নেই। এই প্রসঙ্গ তুলে প্রথম থেকেই কটাক্ষ করে আসছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা। সেই প্রসঙ্গ কে হাতিয়ার করেই এদিন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা বলেন, একটা রাজনৈতিক দল যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ করতে পারেনি। বিধানসভা নির্বাচনের আর ৩ মাস বাকি‌। এদিকে বিজেপি দলে কমপক্ষে ৬ জন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে উপ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লাইন দিয়েছে কমপক্ষে ১৩ জন। তবে তৃণমূল কংগ্রেসে একজনই তাদের মুখ, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুজাতা জানান, বিজেপির মত তারা ৬ জন মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারবেন না, তাদের মুখ্যমন্ত্রী একজনই, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। 

একইসঙ্গে সৌমিত্র খাঁয়ের উদ্দেশ্যে সুজাতা মন্তব্য করেন, তিনি চান ভবিষ্যতে নিজের মর্যাদা এবং সম্মান নিয়ে সৌমিত্র ফের একবার জন্য তৃণমূল কংগ্রেস পরিবারে অংশগ্রহণ করুক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করুক। যদিও সেই ভাবে নিজের পারিবারিক বিষয় এবং সৌমিত্র সঙ্গে তাঁর মতবিরোধ বা আলোচনা নিয়ে কোন কথা বলতে চাননি সুজাতা। তবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ক্ষোভ এবং শ্লেষ ক্রমাগত উগরে দিয়েছেন তিনি। স্পষ্টভাবেই জানিয়েছেন, সেই দলে না আছে সম্মান, না আছে মর্যাদা। তাই যেখানে তিনি সম্মান বা মর্যাদা পাননি সেখানে তিনি থাকবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =