শক্তি হারিয়েছে করোনা, আগের মতো আর প্রভাব নেই, দাবি চিকিত্সকের

শক্তি হারিয়েছে করোনা, আগের মতো আর প্রভাব নেই, দাবি চিকিত্সকের

মি্লান: ক্রমেই নোভেল করোনা ভাইরাস শক্তি হারাচ্ছে। নিজের চরিত্র বদলাতে বদলাতে করোনা ভাইরাস আগের থেকে অনেক কম ক্ষতিকারক হয়ে গিয়েছে বলে ইতালির এক প্রবীণ চিকিত্সক। করোনা ভাইরাসের জেরে ইতালির  খুব ক্ষতি হয়েছে। ইতালির সব থেকে বেশি ক্ষতি হয়েছে উত্তরাংশে লম্বার্ডির  মিলান শহর। সেখানকার হাসপাতাল সান রাফালের প্রধান আলবের্তো জাঙ্গরিল্লো এক সাংবাদিক সম্মলেন এই কথা বলেছেন।

রবিবার ইতালির একটি সংবাদমাধ্যমকে বলেন, করোনা ভাইরাস প্রথম দিকে যে ভয়ানক রূপ দেখিয়েছিল, তা এখন আর নেই। তাঁর মতে অনেক বিশেষজ্ঞই করোনায় দ্বিতীয়বারের সংক্রমণে বাড়িয়ে বলেছিলেন। তাঁর কথায় ইতালির মানুষ তথা বিশ্বের মানুষ যে কিছুটা আশ্বস্ত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি জানিয়েছেন, আমরা গত কয়েকমাস ধরে টানা করোনার সোয়াব পরীক্ষা করেছি। গত দুই তিন মাস সোয়াবে যে পরিমাণ করোনা ভাইরাস ছিল, তার তুলনায় এখনকার সোয়াবে করোনা ভাইরাসের সংখ্যা নগন্য।

যদিও এই বিষয়ে কোনও বৈজ্ঞানিক পরীক্ষা না আসা পর্যন্ত চিকিত্সকদের সতর্কভাবে মন্তব্য করার আবেদন করেছেন ইতালির স্বাস্থ্য মন্ত্রক। ইতালির স্বাস্থ্য মন্ত্রক আন্দ্রা জামপা জানিয়েছেন, করোনা ভাইরাস আগের থেকে অনেক দূর্বল হয়ে গিয়েছে, এই বিষয়ে কোনও বৈজ্ঞানিক পরীক্ষা পাওয়া যায়নি। আগে যে রকম দেশের মানুষ সতর্ক থাকতেন, এখনও সেই রকম সতর্ক থাকতে হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি চিকিত্সকদের এই ধরনের মন্তব্য করে দেশবাসীকে বিভ্রান্ত না করার আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, আমরা আমাদের সব থেকে খারাপ সময় পেরিয়ে আসতে পেরেছি। তবে করোনার বিরুদ্ধে সামগ্রিক জয় এখনও আমরা পাইনি। তবে আলবের্তো জাঙ্গরিল্লোকে বেশ  কয়েকজন চিকিত্সক সমর্থন করেছেন বলে জানা গিয়েছে। তাঁরা জানিয়েছ,  করোনা প্রথমদিকে যতটা ভয়াবহ ছিল, এখন ততটা নেই।  ৩৩ হাজার মানুষ করোনায় মারা গিয়েছে। ইতালিতে তিন লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =