‘একুশে বদলও হবে, বদলাও হবে’, হুঙ্কার দিলীপের

‘একুশে বদলও হবে, বদলাও হবে’, হুঙ্কার দিলীপের

4d239fe51e9b022ad14caae479df967a

কুলপি:  উত্তর চব্বিশ পরগণার কুলপি থেকে ফের আক্রমণাত্মক বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ একুশের ভোটে বদল আর বদলার ডাক দিলেন তিনি৷ 

আরও পড়ুন- কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়, মমতার বিকল্প নেই: সৌগত

এদিন তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, করোনার ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি৷ কিন্তু তৃণমূলের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গিয়ছে৷ আর সেটা হল ভারতীয় জনতা পার্টি৷ করোনা যাক আর না যাক, মে মাসে তৃণমূল যাবেই৷ তাঁর কথায়, তৃণমূল ভাইরাসের আক্রমণে বিজেপি’র ১৩২ জন কর্মী মারা গিয়েছে৷ বিজেপি কর্মীদের উপর একটার পর একটা মামলা দেওয়া হয়েছে৷ আমার বিরুদ্ধে ৪০টি মামলা দেওয়া হয়েছে৷ যে থানার উপর দিয়ে যাই, সেই থানাই একটা করে মমালা ঠুকে দেয়৷ মামলা ছাড়া আর কিছুই দিতে পারে না তৃণমূল সরকার৷ তাঁর হুঙ্কার, তৃণমূলের যে যে নেতা এবং পুলিশ অফিসাররা এই কেস দিচ্ছে, তাঁদের নাম লাল ডায়েরিতে লিখে রাখুন৷ একটা কেসের জন্য কত খরচ হচ্ছে সেটাও লিখে রাখুন৷ বিজেপি সরকার আসার পর এই সব টাকা সুদে আসলে উসুল করা হবে৷ দিলীপ ঘোষ বলেন, এই সব নেতা অফিসাররা যে যেখানেই থাকুক না কেন, তুলে এনে সেই টাকা উসুল করব৷ প্রয়োজনে তাঁদের জমি বাড়ি বিক্রি করে হলেও টাকা তুলব৷ 

একুশের নির্বাচনে শুধু বদলই নয়৷ বদলারও হুঙ্কার দেন বঙ্গ বিজেপি সভাপতি৷ তিনি বলেন, মারছ মারো, ততটাই মারো, পরে যতটা সহ্য করতে পারবে৷ আর সেটাও হবে সুদে আসলে৷ বিজেপি’র সর্বভারতীয় সভাপতির গাড়িতে হামলা হয়েছে৷ তাঁর কনভয় লক্ষ্য করে ইঁট বৃষ্টি করা হয়েছে৷ আহত হয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অনুপম হাজরার মতো নেতারা৷ এই সব কিছুর বদলা নেওয়া হবে৷ যে সকল নেতারা মঞ্চ থেকে চমকাচ্ছিলেন, তাঁদের সকলকে ভোটের পর টেনে বার করা হবে৷ প্রয়োজনে মাটির তলা থেকেও খুঁজে বার করব৷ 

আরও পড়ুন- অমিত শাহ CAA নিয়ে অবস্থান স্পষ্ট না করলে দলীয় কর্মসূচিতে ‘না’ শান্তনুর

তাঁর কথায়, এতদিন বিনা কারণে যে অত্যাচার করা হয়েছে তার হিসাব নেওয়া হবে৷ দিদি বলেছিলেন বদলা নয় বদল হবে৷ বদলের কথা বলে উনি অত্যাচার চালিয়ে যাচ্ছেন৷ কিন্তু আমরা বলব বদলও হবে, বদলাও হবে৷ তাঁর অভিযোগ, পঞ্চায়েতের টাকা থেকে ১০০ দিনের টাকা, আম্পানের টাকা সমস্ত কিছু লুট করছে তৃণমূল৷ এই টাকা লুট করে রাজ্যের নয়, উন্নয়ন করেছেন নিজেদের৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *