ভয়াবহ দুর্ঘটনা এজেসি বোস ফ্লাইওভারে, জখম  কমপক্ষে ২৪

ম্যাটাডোর উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুল এজেসি বোসে।

 

কলকাতা: ম্যাটাডোর উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুল এজেসি বোসে। জানা গিয়েছে যারা আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আপাতত মোট ২৪ জনের আহত হবার খবর মিলছে। পুলিশ সূত্রে খবর, যে ম্যাটাডোর উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে সেখানে ততজন যাত্রীই ছিলেন। এখন প্রত্যেকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মবহির্ভূতভাবে যাচ্ছিল ম্যাটাডোর কারণ যাত্রী ধারণক্ষমতার অনেক বেশি লোক ছিল সেখানে। দ্রুতগতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ম্যাটাডোরটি। যারা ছিলেন তাদের মধ্যে প্রত্যেকেই কম-বেশি আহত হয়েছেন। তবে কিছু জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এ জে সি বোস ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ ফ্লাইওভারে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই ট্রাফিক জামের সৃষ্টি হয়। সমস্যা ভোগ করতে হয় সাইন্স সিটি, রুবি এবং বাইপাসের রাস্তায়। পরবর্তী সময়ে ক্রিম দিয়ে ম্যাটাডোর সরানোর চেষ্টা করা হয়। তবে আপাতত ফ্লাইওভারের ধর্মতলা মুখি রাস্তা সচল করা হয়েছে, বাকি দিকগুলি বন্ধ।

পুলিশ আরো জানিয়েছে, আহতদের পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা ইতিমধ্যেই হাসপাতালে আসবেন বলে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে, কোন এক শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ডিভাইডার ধাক্কা লেগে উল্টে যায় গাড়ি। যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারতো যদি ম্যাটাডোর ফ্লাইওভার থেকে নিচে পড়ে যেত। সেটা না হওয়ায় খানিকটা স্বস্তি পেয়েছে সকলেই না হলে অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *