চিটফান্ড কাণ্ডে কমিটির মেয়াদ বাড়াল হাইকোর্ট, খারিজ রাজ্যের আবেদন

চিটফান্ড কাণ্ডে কমিটির মেয়াদ বাড়াল হাইকোর্ট, খারিজ রাজ্যের আবেদন

কলকাতা:  চিটফান্ড কমিটির মেয়াদ আর এক বছর বাড়িয়ে দিল হাইকোর্ট৷ তবে চিটফান্ড সংক্রান্ত যেকোনও তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হোক, এই আর্জিতে আজ সায় দেয়নি আদালত৷

চিটফান্ডে টাকা ফেরত দেওয়া-সহ সম্পত্তি নিলাম, আমানতকারীদের বিভিন্ন অভিযোগ ইত্যাদি দেখতে ২০১৫ সালে ডিসেম্বর মাসে অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র তালুকদারের নেতৃত্বে কমিটি গড়ে দেয় হাইকোর্ট৷ সেই কমিটি আলকেমিস্ট-সহ কিছু চিটফান্ডের টাকা ফেরত দিয়েছিল৷ কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবছরের ৩১ ডিসেম্বর৷ সেই মেয়াদ যাতে বাড়ানো হয়, তার আর্জি নিয়ে মামলাকারীরা দারস্থ হয়েছিলেন হাইকোর্টে৷ বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ কমিটির মেয়াদ আরও একবছর বাড়িয়ে দেন৷

এদিন মামলায় অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর আদালতে আর্জি জানান, রাজ্যের হাতে থাকা সব চিটফান্ড মামলার তদন্ত সিবিআইকে দেওয়া হোক৷ বিচারপতি জয়মাল্য বাগচি অবশ্য রাজ্য সরকারের বক্তব্য না শুনে নির্দেশ দিতে রাজি হননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =