যখন তৃণমূলে ছিল তখন তো বদনাম করেনি! শুভেন্দুর পাশে দাঁড়ালেন দিলীপ

যখন তৃণমূলে ছিল তখন তো বদনাম করেনি! শুভেন্দুর পাশে দাঁড়ালেন দিলীপ

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: এতদিন শুভেন্দু অধিকারী ওদের সঙ্গে ছিলেন তখন তো এত কথা বলেনি, এখন দলবদল করেছে বলে এত কথা! বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ আজ গঙ্গাসাগরে জনসভা করবেন তিনি৷ আর সেই সভা করার আগে এদিন গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে একটি চা চক্রে যোগদান করেন তিনি। সেখানে সাধারন মানুষের সাথে জনসংযোগ ও করেন। 

বিজেপি সরকার ক্ষমতায় এলে মানুষের জন্য কি কি করবে সেসব একদিকে যেমন তিনি বলেন, তেমনি বর্তমান তৃণমূল সরকার রাজ্যবাসির সাথে কিভাবে প্রতারণা করছে, কিভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করছে ও সাধারন মানুষের কাছ থেকে কাটমানি খাচ্ছে সে সম্পর্কে ওয়াকিবহাল করেন।  এদিনের চা চক্রে এলাকার সাধারন মানুষের সমস্যার কথা ও শোনেন দিলীপ৷

এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা এই এলাকার সমুদ্র বাঁধ। ভরা কোটালেই এখানে বাঁধ বারে বারে ভেঙে এলাকা প্লাবিত হয় বলে দিলিপ ঘোষকে জানান এলাকার সাধারন মানুষজন। সেই কথা শুনে সাগরের বোটখালি গ্রামে সমুদ্র বাঁধের অবস্থা ও খতিয়ে দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি। এখানে তৃণমূল কাজ করে নি। বাঁধ সারাইয়ের টাকা, কংক্রিটের বাঁধ মেরামতির টাকা তছরুপ করেছে বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি এলাকার মানুষ এদিন দিলিপ ঘোষকে কাছে পেয়ে স্থানীয় সাংসদ চৌধুরী মোহন জাটুয়া ও বিধায়ক বঙ্কিম হাজরার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fifteen =