বিশ্বভারতীর শতবর্ষে আমন্ত্রণ নিয়ে চরমে তরজা,  রবীন্দ্রনাথকে নিয়ে ভুল তথ্য মোদীর, তোপ ব্রাত্যর

বিশ্বভারতীর শতবর্ষে আমন্ত্রণ নিয়ে চরমে তরজা,  রবীন্দ্রনাথকে নিয়ে ভুল তথ্য মোদীর, তোপ ব্রাত্যর

কলকাতা: বিশ্বভারতী বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান নিয়ে চরমে রাজনৈটিক তরজা৷ আমন্ত্রণ নিয়ে শুরু হল বাদানুবাদ৷ এদিন শান্তিনিকেতনে বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু দেখা গেল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তৃণমূলের দাবি, বিশ্ববিদ্যালয়ের তরফে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে লেখা উপাচার্ডের আমন্ত্রণপত্র তুলে পাল্টা টুইট বিজেপি’র৷ 

আরও পড়ুন- ‘‘তৃণমূলের পায়ে শুভেন্দু-কাঁটা ফুটেছে’’, কটাক্ষ নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের

এদিন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক চর্চা৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বভারতীর উপাচার্য আমন্ত্রণ জানাননি বলে দাবি করেছেন ব্রাত্য বসু৷ এদিন নবান্নের বৈঠকে এসে একই কথা বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘কে আমন্ত্রণ জানাল? কখন জানাল? আমি কোনও আমন্ত্রণপত্র পাইনি। না পেয়েছি চিঠি, না পেয়েছি ফোন।’ কিন্তু বিজেপি’র পাল্টা দাবি, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ আমন্ত্রণপত্র প্রকাশ করে টুইটও করে বিজেপি৷ তাদের দাবি, সব জায়গায় নোংরা রাজনীতি করছেন মমতা৷ বিশ্বভারতীয় অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি কবিগুরু রবীন্দ্রনাথকে অবমাননা করেছেন৷ সোনার বাংলার টুটি চিপে ধরছেন৷ 

অন্যদিকে তৃণমূলের দাবি, এদিন বিশ্বভারতীর উৎসবে স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু উনি কলকাতা বিশ্ব বিদ্যালয়ের নাম নেননি৷ ১৮৫৭ সালে ভারতের প্রথম তৈরি হয়েছিল এই বিশ্ববিদ্যালয়৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ই সব কলেজকে অনুমোদন দিয়েছিল৷ এদিন তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে তোপ দাগেন ব্রাত্য বসু ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷    

আরও পড়ুন- ‘এটা তো ট্রেলার, সিনেমা এখনও বাকি আছে’, কাঁথির সভা থেকে হুঙ্কার শুভেন্দুর

এদিকে বিশ্বভারতীর রাইটিং প্যাডে লেখা যে চিঠিটি প্রকাশ্যে এসেছে, সেটি লেখা হয়েছিল ৪ ডিসেম্বর৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই চিঠিটা লেখা হয়েছিল৷ এই বিষয়ে ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রাপ্তি স্বীকারের চিঠি কোথায়? ’’ পাল্টা প্রশ্ন করেন তিনি৷ তাঁর কটাক্ষ, উপাচার্য নিজে সই করে নিজের কাছেই কি ওই চিঠিটা রেখে দিয়েছিলেন? এইভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করা যায় না।’’ এছাড়া প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথকে নিয়ে ভুল মন্তব্য করেছেন বলেও তোপ দাগেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 2 =