শাহি মঞ্চে সৌরভ, বাড়ছে জল্পনা! নামবেন রাজনীতির ময়দানে?

শাহি মঞ্চে সৌরভ, বাড়ছে জল্পনা! নামবেন রাজনীতির ময়দানে?

656b5c83510588e7c6c0944d19d07d50

কলকাতা: রাজনীতির আঙিনায় নয়া গুঞ্জন৷ বিজেপি’তে যোগ দিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি৷ গতকাল রাত থেকে নেট দুনিয়া তোলপাড় প্রাক্তন অধিনায়ককে নিয়ে৷ রাজনীতির আঙিনায় কান পাতলেই জোড় গুঞ্জন, বঙ্গ বিধানসভা ভোটের আগে সৌরভ গাঙ্গুলিকে রাজনীতির ময়দানে নামাতে চলেছে বিজেপি৷ এরই মধ্যে রবিবার রাতে রাজভবনে গিয়ে সৌরভ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে৷ তবে সোমবার সকালে দিল্লি উড়ে যাওয়ার আগে সমস্ত জল্পনায় জল ঢাললেন সৌরভ৷ জানালেন রাজনৈতিক কারণে নয়, দিল্লির ক্রিকেট সংস্থা ডিডিসিএ-র অনুষ্ঠানে যোগ দিতেই রাজধানী যাচ্ছেন তিনি৷ তবে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কোনও বাক্য খরচ করলেন না তিনি৷ 

আরও পড়ন- মমতার নন্দীগ্রামের সভা বাতিল, সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন সুব্রত

আজ দিল্লিতে ফিরোজ শাহ কোটলা মাঠে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে বিসিসিআই প্রেসিডেন্টকে৷ এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত হবেন গৌতম গম্ভীর এবং শিখর ধাওয়ন৷ প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচনের এই অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে বাংলার রাজনীতি নিয়ে সৌরভের কথা হতে পারে বলে মনে করা হচ্ছে৷ গতকাল রাতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করার পর থেকেই সৌরভ গাঙ্গুলির বিজেপি যোগ নিয়ে জল্পনা তুঙ্গে৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ জানান, এটি সৌজন্যমূলক সাক্ষাৎ৷ ইডেনগার্ডেনে যে কাজ চলছে সে বিষয়ে জানাতে চেয়েছিলেন রাজ্যপাল৷ সে কারণেই রবিবার রাজভবনে যাওয়া৷ 

আরও পড়ুন- কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে অনশনে কলকাতার ১০ রাজনৈতিক বন্দি

দিন কয়েক আগেই বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আসন্ন নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবে বলে আশাবাদী তিনি৷ বলেছিলেন, বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্রই৷ তাই সব মিলিয়ে সৌরভের রাজনীতি যোগ নিয়ে জল্পনা বহুগুণ বেড়ে গিয়েছে৷ আগামী দিনে সৌরভের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা এখনও কোটি টাকার প্রশ্ন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *