ওয়াশিংটন: বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার হয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী৷ কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যিই, বর্ণবিদ্বেষের আগুনে জ্বলতে থাকা মার্কিন মুলুকে এবার ভাঙ্গা হল মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি৷ মার্কিন মুলুকে গান্ধীজির আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশজুড়ে৷ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন আমেরিকায় থাকা প্রবাসী ভারতীয়রাও৷
পুলিশের হাঁটুর চাপে রাজপথে কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা আমেরিকা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাল্টা হোয়াইট হাউজের সামনে বেপরোয়া ভাঙচুর চালিয়েছেন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে গর্জে ওঠা মার্কিনি জনতা৷ বেশ কিছু প্রদেশে জারি হয়েছে জরুরি অবস্থা৷
করোনা আক্রান্ত অ্যামেরিকায় শারীরিক দূরত্ব বিধি লাটে তুলে গণবিদ্রোহের আগুন জ্বলছে ট্রাম্পের দেশ৷ বিশ্ব রাজনীতিতে সব থেকে বেশি ক্ষমতা জাহির করা আমেরিকা এখন গৃহযুদ্ধের আগুনে জ্বলছে৷ আমেরিকায় কৃষ্ণাঙ্গের মৃত্যুর জেরে বিক্ষোভ এখনও অব্যাহত প্রতিবাদ, বিদ্রোহ, তাণ্ডব, লুটপাট৷ অভিযুক্ত অফিসার-সহ চারজনের বিরুদ্ধে ইতিমধ্যেই মিননিসোটার আদালতে আরও কড়া ধারায় চার্জ গঠন হয়েছে৷ মৃতের করনা পজেটিভ ছিল বলে ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে বলে খবর৷ কিন্তু, কৃষ্ণাঙ্গের মৃত্যু ঘিরে আমেরিকার গৃহযুদ্ধের আগুন যেভাবে গান্ধী মূর্তি উপর এভাবে পড়বে, তা কল্পনাতেও করতে পারেননি মার্কিন প্রদেশ এ কর্মরত প্রবাসী নাগরিকরাও৷
So sorry to see the desecration of the Gandhi statue in Washington, DC. Please accept our sincere apologies: Ken Juster, U.S. Ambassador to India (file pic) https://t.co/GxoSEQzCeN pic.twitter.com/weyy9Ur7oK
— ANI (@ANI) June 4, 2020