‘আপনি আমাকে শক্তি জোগান, ভরসা পেলাম’, মমতার চিঠির উত্তরে অমর্ত্য

কিছুদিন আগেই নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কিছুদিন আগেই নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর জমি বিতর্ককে কেন্দ্র করে যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে তার প্রেক্ষিতে অমর্ত্য সেনকে চিঠি লিখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে দাঁড়ানোর কথা বলার পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেন তিনি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর দিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। বললেন, তাঁর দৃঢ়তা এবং উষ্ণতা তাঁকে ছুঁয়ে গেছে। তিনি ভরসা পেয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন লেখেন, “আপনার সমর্থনের চিঠি পেয়ে আমি অভিভূত। আমি শুধুমাত্র অভিভূত হইনি, আশ্বস্ত হতে পেরেছি। আপনার দৃঢ়তা এবং যা হচ্ছে তা বোঝার ক্ষমতা আমাকে শক্তি দেয়। আপনার ব্যস্ত জীবনের মধ্যেও আক্রান্ত মানুষের জন্য আপনি সময় বের করেছেন”। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনকে লেখেন, বিজেপি তাঁর প্রতি যে অভিযোগ এনেছে তা তিনি নস্যাৎ করেন। একই সঙ্গে এই অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেন মমতা। পাশাপাশি তিনি জানান, অসহিষ্ণুতার বিরুদ্ধে একসঙ্গে সবাই মিলে লড়াই করতে হবে, এই প্রেক্ষিতে তাঁকে বার্তা দিয়েছেন তিনি। চিঠিতে অমর্ত্য সেনকে ‘অমর্ত্য দা’ বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এবং নিজেকে তাঁর ‘বোন’ হিসেবে পরিচয় দিয়েছেন। 

প্রসঙ্গত এদিন বীরভূমে প্রশাসনিক বৈঠক থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী ইস্যুতে আরো এক বিস্ফোরক চিঠির উল্লেখ করেন। তিনি বলেন, এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বিশ্বভারতীতে যেখানে-সেখানে পাঁচিল নির্মাণ এবং পথ অবরোধের কারণে শান্তিনিকেতনে এবং স্থানীয় মানুষদের দুর্দশার কথা। একইসঙ্গে বিশ্বভারতীর রাস্তা নিয়ে যে সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার জানিয়ে দেন, যে রাস্তা বিশ্বভারতী কর্তৃপক্ষ অধীনে নিয়েছিল সেই রাস্তা আবার রাজ্য সরকারের অধীনে ফিরিয়ে নিচ্ছে। তার জন্য যে ফাইল তাতে তিনি আজকেই সই করে এসেছেন। অতএব ভবিষ্যতে এ নিয়ে সমস্যা হবার কথা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =