প্রেসিডেন্ট হাউসে ধর্ষণ করা হয়েছিল আমাকে, মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মার্কিন সাংবাদিক

প্রেসিডেন্ট হাউসে ধর্ষণ করা হয়েছিল আমাকে, মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মার্কিন সাংবাদিক

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী রহমান মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন মার্কিন সংবাদিক তথা ব্লগার সিন্থিয়া ডি রিচি। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আনেন তিনি৷ প্রাক্তন পাক প্রাধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধেও শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি৷ এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন সিন্থিয়া৷ 

ইমরান খান সরকার ঘনিষ্ট এই মার্কিন সাংবাদিকের দাবি, পাকিস্তান পিপলস পার্টির এই দুই সদস্যের বিরুদ্ধে তাঁর হাতে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে৷ তাঁর ই-মেল হ্যাক করা হয়েছে৷ তাঁর উপর নজরদারি চালানো হয়েছে বলেও অভিযোগ করেন সিন্থিয়া৷ ফেসবুক লাইভে এসে পিপিপি-র একাধিক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি৷ সিন্থিয়া বলেন,  ‘‘২০১১ সালে পাকিস্তানের ক্ষমতাসীন পিপিপি-র প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক আমাকে ধর্ষণ করেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রহমান মালিক আমাকে ধর্ষণ করেছেন। এ ছাড়া প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মাখদুম শাহবুদ্দিন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আমাকে শারীরিক নির্যাতন করেন।’’ 
ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে এই ঘটনা ঘটে৷ সেই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আসিফ আলি জারদারি৷ আর আগে জারদারি জায়া তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক মন্তব্য করেছিলেন সিন্থিয়া। প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায় জারদারি পরিবার ও পিপিপি তাঁকে হুমকি দিচ্ছে বলেও জানিয়েছেন সিন্থিয়া। ফেসবুক লাইভে আসার আগে ট্যুইট করে তিনি বলেন, ‘‘জারদারির পিপিপি আমাকে হুমকি দিচ্ছে৷ কেন? কারণ তাঁরা জানেন, পিপিপি’র বড় বড় মাথারা আমাকে ধর্ষণ করেছে৷ হেনস্থা করেছে৷ তাঁরা চান না গোটা বিশ্ব এ কথা জানুক৷ কিন্তু আমি ঠিক করেছি, ফেসবুক লাইভে এসে সমস্ত ঘটনার পর্দা ফাঁস করব৷’’

পাকিস্তানেরই এক নাগরিকের সঙ্গে সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে সিন্থিয়ার৷ হবু স্বামীই তাঁকে সত্যিটা সামনে তুলে আনতে উৎসাহ জুগিয়েছেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন মালিক৷ সিন্থিয়ার গায়ে হাত তোলার কথা অস্বীকার করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =