বিশ্বে করোনায় মৃত্যু-মিছিল অব্যাহত, ৪ লক্ষ মানুষের মৃত্যু

বিশ্বে করোনায় মৃত্যু-মিছিল অব্যাহত, ৪ লক্ষ মানুষের মৃত্যু

ওয়াশিংটন: বিশ্বে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। করোনা মহামারী প্রবল হয়ে বিশ্বের বুকে থাবা বসিয়েছে। সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা চার লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষের দোড় গড়ায় পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। ভারতে রবিবার দুপুর আড়াইটা পর্যন্ত জন হকিন্স বিশ্ববিদ্যালয়ে করোনা ড্যাশ বোর্ডে দেখা গিয়েছে, করোনায় বিশ্বের মৃত্যুর সংখ্যা চার লক্ষ ১৩ হাজার। 

করোনায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকায় করোনা ভাইরাসে মারা গিয়েছেন এক লক্ষ ১০ হাজার মানুষ। এরপরেই ব্রিটেন ও ব্রাজিল রয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আদতে অনেকটাই বেশী। বাড়িতেই অনেকে করোনা ভাইরাসে মারা গিয়েছেন। সেই হিসেব নথিভুক্ত করা হয়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন,  প্রতিবছর ম্যালিরিয়াতে সাপরা বিশ্বে যত জন মারা যায়, করোনায় পাঁচ মাসে সেই পরিমাণ মানুষের মৃত্যু ঘটেছে। 

ভারতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মাঝেই বিষেজ্ঞরা জানালেন, এখনই করোনার প্রকোপ কমবে না। ভারতে করোনার প্রকোপ কমতে কমতে সেপ্টেম্বরের মাঝামাঝি হয়ে যাবে। বিশেষজ্ঞরা রীতিমতো হিসেব কষে বলেছেন, কীভাবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে করোনার প্রকোপ কমতে চলেছে। 

বিশেষজ্ঞদের বিশ্লেষণ বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে, তাঁরা বেইলির মডেল ব্যবহার করে অঙ্ক কষে দেখিয়েছেন, কী করে করোনা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কমতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ করোনার  ভ্যাকসিন তৈরির জন্য চেষ্টা করছে। আবার ইতালি ও রাশি্য়া করোনার ওষুধ তৈরির কথা জানিয়েছে। যদিও এই দুই দেশের ওষুধ ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =