বিলিতি ভাইরাস রুখতে তৎপর রাজ্য, তবুও অভাব সেই পরিকাঠামো!

বিলিতি ভাইরাস রুখতে তৎপর রাজ্য, তবুও অভাব সেই পরিকাঠামো!

কলকাতা: চোখ রাঙাচ্ছে বিলিতি ভাইরাস৷ ব্রিটেন থেকে তা এখন চলে এসেছে খাস বাংলায়৷ নতুন স্ট্রেনকে নিয়ে বাড়তে শুরু করেছে চিন্তা৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ প্রস্তুত রয়েছে বেলেঘাটা জেনারেল হাসপাতাল৷ স্ট্রেন রুখতে বেলাঘাটা আইডিতে পৃথক আইসোলেশন ওয়ার্ড তৈরির জন্য নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ নির্দেশিকা মেনে বেলাঘাটা আইডিকে ঢেলে সাজানোর প্রস্তুতি শুরু হলেও  থাকেই যাচ্ছে পরিকাঠামো সংক্রান্ত বেশ কিছু অভাব-অভিযোগ৷

রাজ্য সরকার ও স্বাস্থ্য দফতর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সব মানুষ গত একমাসে বিলেত বিশেষত ব্রিট্রেন থেকে ফিরেছেন বাংলায় তাদের প্রত্যেকের নতুন করে RT-PCR টেস্ট করা হবে। যদি কেউ এই নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত হয় তবে তাঁকে দ্রুত আলাদা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা করা হবে। সংক্রামক ব্যক্তির সংস্পর্শে থাকা ব্যক্তিদের RT-PCR টেস্ট করা হবে৷ প্রয়োজনে কোয়ারেন্টাইন করা হতে পারে। আইডি হসপিটালের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত৷ তৈরি রয়েছে আইসোলেশন ওয়ার্ড ও চিকিৎসার সংক্রান্ত পরিকাঠামো৷

স্বাস্থ্য দফতরের তরফে একজন নোডাল অফিরিসার নিয়োগ করা হয়েছে৷  কলকাতা পুরসভার আধিকারিক, জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা করোনার এই নতুন স্ট্রেন সংক্রান্ত বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করবেন৷ যদিও এখনও পর্যন্ত বাংলায় দু’জনের শরীরে করোনার নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে৷ প্রথমজন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকের পুত্র ও দ্বিতীয়জন হুগলী জেলার বাসিন্দা৷ ভর্তি রয়েছে বেলেঘাটা জেনারেল হাসপাতালে৷ স্বাস্থ্য দফতরেরে সূত্রে জানানো হয়েছে, প্রয়োজন মতো নতুন এই করোনা স্ট্রেনে আক্রান্তদের জন্য আগে থেকেই পৃথক আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। যদি কেউ বিলেত থেকে ফিরে নতুন করোনা স্ট্রেনে আক্রান্ত হন, তাহলে আইডি হসপিটালে তাঁদের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখা হয়েছে।

বেলেঘাটা আইডিতে সম্প্রতি নতুন ১০০টি নতুন বেডের ব্যবস্থা করা হয়েছে৷ যার মধ্যে ৫০টি বেড HDU প্রযুক্তি যুক্ত। বেলেঘাটা আইডি হসপিটালের তরফে জানানো হয়েছে, নতুন স্ট্রেন রুখতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷তবে, পরিষেবা দিতে প্রয়োজন পর্যাপ্ত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান এবং বেশ কিছু স্বাস্থ্যের উপকরন৷ কিট প্রয়োজন৷ বেলেঘাটা আইডি হসপিটালের প্রিন্সিপাল অণিমা হালদার জানান, যদি তাঁরা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র, ডাক্তার, নার্স, এবং টেকনিশিয়ান পান, তবে তাঁরা এই নতুন স্ট্রেনকে রুখে দিতে পারবেন স্বাস্থ্য পরিষেবা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 17 =