‘মনুবাদী বিজেপি আর আদর্শহীন তৃণমূলের মধ্যে ফারাক নেই’, কটাক্ষ বিমান বসুর

‘মনুবাদী বিজেপি আর আদর্শহীন তৃণমূলের মধ্যে ফারাক নেই’, কটাক্ষ বিমান বসুর

 

নিজস্ব সংবাদদাত, বারাসত: মনুবাদী বিজেপি ও নীতিহীন তৃণমূলের মধ্যে কোনও ফারাক নেই৷ বারাসতের নবপল্লীতে সভা করতে এসে এমনটাই বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু৷ এদিন কৃষিবিলের বিরোধিতা করে কেন্দ্রের কড়া সমালোচনা করেন বিমান বসু৷ কেন্দ্রীয় কৃষি আইনের সমালোচনা করে কৃষকদের পাশে থাকার কথাও বলেন তিনি। একইসঙ্গে এদিন বিমান বসু বলেন, ‘‘তৃণমূল বা  বিজেপি, কোনও দলেরই মানুষের প্রতি দরদ নেই। তৃণমূল অগণতান্ত্রিক ভাবে, বিজেপি ফ্যাসিবাদী পদ্ধতিতে চলছে।’’ 

শুধু বিজেপি নয় এদিন তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বিমান বসু৷  তিনি বলেন, ‘‘কয়লা চোর, গরু চোর, বাটপাড় তৃণমূল নেতারা বিজেপি-তে যাচ্ছে । তৃণমূলের নীতি নেই। তাই তাদের দলে তোলাবাজ, চাল চোর, রেশন চোর, ত্রিপল চোর । একইসঙ্গে তৃণমূল নেতাদের বিজেপিতে যাওয়ার প্রসঙ্গে বিমানবাবু বলেন, “বিজেপির মনুবাদী নীতি আছে৷ যারা বিজেপিতে যাচ্ছে মনুবাদী নীতি না বুঝে। যেখানে উচ্চবর্ণের মানুষ ছাড়া অন্যদের মানুষ বলে জ্ঞান করা হয় না।’’

অন্যদিকে, বিজেপিকে যে ভাষায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা পছন্দ নয় বর্ষীয়ান বাম নেতার। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, তৃণমূল এবং মমতাকে বিজেপি যে ভাবে আক্রমণ করেছেন, তার পাল্টা আক্রমণ ততটা ধারাল হচ্ছে না।  একইসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা সম্পর্কে তৃণমূল নেত্রীর মন্তব্যেরও সমালোচনা করেন বিমান বসু। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nine =