‘কর্মীদের চাকর ভাবেন যাঁরা, তাঁদের ক্ষমতাচ্যুত করবেন কর্মীরাই’! বিস্ফোরক রাজীব

‘কর্মীদের চাকর ভাবেন যাঁরা, তাঁদের ক্ষমতাচ্যুত করবেন কর্মীরাই’! বিস্ফোরক রাজীব

কলকাতা: ফের বেসুরো রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ অরাজনৈতিক সভামঞ্চ থেকে রাজীবের ভাষণ ঘিরে ফের তৈরি নয়া জল্পনা৷ ঝড়ের গতিয়ে ছড়িয়ে পড়েছে মন্ত্রীর ভিডিও। এর আগেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থান এবং বক্তব্য দলের অন্দরে বাড়িয়েছিল বিতর্ক৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সাথে বৈঠক হয় রাজীবের। কিন্তু আজ ডোমজুড়ে রক্তদান শিবিরে রাজীবের নয়া বক্তব্য তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ 

এমনিতেই একের পর এক নেতা-মন্ত্রী থেকে কাউন্সিলার, চেয়ারম্যান দল বদলে ব্যস্ত। এমন সময় রাজীব নিজের দলের নেতাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার একএক সময় খুব খারাপ লাগে, যারা শুধু কর্মীদের নাম ভাঙিয়ে খান, কর্মীদের নিজের চাকর ভাবেন, দুর্ব্যবহার করেন, তাঁদের কর্মীরাই ক্ষমতা চ্যুত করবে।’’ তিনি আরও জানান, যেসব নেতারা কর্মীদের কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ গুছিয়ে নিচ্ছেন, ‘‘কর্মীরা তাদের ঊদ্ধত্ত্ব এবং দুর্ব্যবহার চেপে রেখে সেই তাদের বিরুদ্ধে জবাব দেবেন৷ মানুষকে কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু চিরকাল কাউকে বোকা বানিয়ে রাখা যায় না।’’ তিনি আরও বলেন, ‘‘যারা আজ আদর্শ নীতির কথা বলছেন, তারাই আজ আদর্শ নীতির বিরুদ্ধে যাচ্ছেন।’’ রাজীবের গলায় আজ তাঁর দলের নেতাদের আমিত্ব এবং ঊদ্ধত্ত্বের কথা এবং কর্মীদের ভাবাবেগ নিয়ে খেলার কথায় বারবার শোনা গিয়েছে৷ ডোমজুর থেকে কলকাতায় ফেরার পথে রাস্তায় রাজীবের গাড়ির দুর্টনাগ্রস্ত হয়। অবশ্য নেতার কিছু হয়নি। তবে নেতাদের গাড়ি দুর্ঘটনা ঘটেই চলেছে রাজ্যে৷ শুক্র ও শনিবার পরপর দু’দিন গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ আজ একই ঘটনা ঘটেছে রাজীবের কনভয়ে৷ 

দল রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যথেষ্ট চিন্তিত। কিন্তু রাজীবের সাথে একাধিকবার বৈঠকেও যে কোনও লাভ হয়নি,  তা আজ জনসভায় স্পষ্ট হয়ে গেল। এদিন নাম না করে তিনি দলের নেতাদের উদ্দেশ্যে যেভাবে আক্রমণ শানালেন রাজীব, তাতে তাঁর দলীয় অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়ল রাজনৈতিক মহলে৷ -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =