সিগারেটে আসক্তি? আসছে কড়া আইন! ২ হাজার টাকা জরিমানা-সহ ৫ বছরের জেল!

সিগারেটে আসক্তি? আসছে কড়া আইন! ২ হাজার টাকা জরিমানা-সহ ৫ বছরের জেল!

নয়াদিল্লি: বয়স ২১ বছরের কম হলে এখন থেকে আর দেওয়া যাবে না সিগারেটে সুখটান৷ তরুণ প্রজন্মের মধ্যে ধূমপানের আসক্তি কমাতে নয়া নিষেধাজ্ঞা কার্যকর করতে চলেছে কেন্দ্র৷ ২১ বছরের নিচে কোনও ক্রেতাকে সিগারেট বিক্রির উপর নিষেধাজ্ঞা পাচানো হয়েছে৷ দোকানে সিগারেট বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে বিল আনছে কেন্দ্র৷ তাতে সিগারেট ক্রয়-বিক্রি ও জরিমানা একধাক্কায় বেশ খানিকটা বাড়ানোর আইনি সুপারিশ আনছে কেন্দ্র৷ 

সিগারেট ও তামাক জাতীয় পণ্য কেনার ন্যূনতম বয়স নির্দিষ্ট করতে চলেছে কেন্দ্র৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, সিগারেট ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, ব্যবসা, সরবরাহ ও বিক্রির উপর নিয়ন্ত্রণ টেনে আইনে সংশোধন এনে বিলের খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে বলে খবর৷  বিলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ২১ বছরের কমবয়সিদের কোনও ভাবেই সিগারেট বিক্রি করা যাবে না৷ শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক জাতীয় পণ্য বিক্রি যাবে না৷ যদিও এই বিধি আগে থেকে কার্যকর হলেও তা সক্রিয় ছিল না বলে অভিযোগ৷ নয়া বিলিয়ে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত করা হয়েছে৷ আইন অমান্য করলে ২ বছর পর্যন্ত জেল বা ১ লক্ষ টাকা জরিমানা করা হতে পারে৷ একই অপরাধে ফের ধরা পড়লে ৫ বছরের জেল বা ৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে৷

নতুন বিলের ৭ নম্বর ধারায় বলা হয়েছে, দোকানে কোনও ভাবেই খুচরো সিগারেট বিক্রি করা যাবে না৷ বিক্রি করতে হবে গোটা প্যাকেট৷ ‘‌নো স্মোকিং’ এলাকায় তামাক জাতীয় পণ্য সেবন করতে গিয়ে ধরা পড়লে ২ হাজার টাকা জরিমানা করা হবে, এতদিন যা ছিল ২০০ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 7 =