একজন বিশ্বরেকর্ডধারী, সঙ্গে ‘মিস্টার টাইটানিক’! আর যারা আছেন ‘অভিশপ্ত’ সাবমেরিনে

একজন বিশ্বরেকর্ডধারী, সঙ্গে ‘মিস্টার টাইটানিক’! আর যারা আছেন ‘অভিশপ্ত’ সাবমেরিনে

বস্টন: ৫ জন যাত্রীর ইচ্ছা ছিল ইতিহাসকে চাক্ষুষ করার। আটলান্টিক মহাসাগরের গভীরে ১০০ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা ‘টাইটানিক’ দেখার সেই ইচ্ছা আর হয়তো পূরণ হল না। ৯৬ ঘণ্টার মতো অক্সিজেনের ভাণ্ডার নিয়ে জলের তলায় ডুব দেওয়া সাবমেরিন এখনও নিখোঁজ। সেই সঙ্গে জীবনের সঙ্গে লড়াই চলছে ৫ যাত্রীর। সময়ের হিসেব বলছে, সাবমেরিনের অক্সিজেন শেষ বা শেষের মুখে। তাই বলাই যায়, ‘টাইটান’ সাবমেরিনের যাত্রীদের বেঁচে যাওয়া এখন ‘মিরাকেল’। কিন্তু কাদের ভাগ্যে এই পরিণতি লেখা ছিল? সাবমেরিনে কারা কারা আছেন? 

নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে যাত্রা শুরু করেছিল সাবমেরিনটি। সাবমেরিনের তল্লাশি চালানো হচ্ছে পর্যটন সংস্থা ‘ওয়ানগেট’-এর তরফে। তারাই সাবমেরিনে টাইটানিক দর্শনের আয়োজন করেছিল। এই সাবমেরিনে প্রতি টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ২ কোটিরও বেশি। এতএব বলাই বাহুল্য যে, সাবমেরিনে যারা আছেন তারা প্রত্যেকেই ধনকুবের হবেন। আদতে তাইই। এদিকে সাবমেরিনে থাকার ৫ পর্যটকের মধ্যে দুজনের সম্পর্ক আবার পিতা-পুত্রের। জেনে নেওয়া যাক, ‘টাইটানিক’ দেখতে এই সাবমেরিন করে কারা গিয়েছেন।