হাইকোর্টে মামলা ঠুকে ধাক্কা খেলেন অপসারিত শুভেন্দুর ভাই সৌমেন্দু

হাইকোর্টে মামলা ঠুকে ধাক্কা খেলেন অপসারিত শুভেন্দুর ভাই সৌমেন্দু

2ec4175884703aebc3f4b3b1a9f26e4d

কলকাতা: হাইকোর্টে ধাক্কা খেতে হল কাঁথির প্রাক্তন চেয়ারম্যান তথা পুরপ্রসাশক সৌমেন্দু অধিকারীকে। বেআইনি ভাবে তাঁকে সরানো হয়েছে, এই অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে মমলা করেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এই নেতা৷

সৌমেন্দুর হয়ে মামলা লড়েন আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ সোমবার শুনানিতে বিচারপতি অরিন্দম সিনহা রাজ্যের কাছে অপসারণের ব্যখ্যা চান। রাজ্যের তরফে অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত বলেন, পুর আইন অনুযায়ী এই কাজে কোনও বাধা নেই। এরপর প্রশ্ন ওঠে, সৌমেন্দুকে সরিয়ে যাকে প্রশাসক পদ দেওয়া হল, তিনি নির্বাচিত কাউন্সিলার নন। রাজ্যের তরফে এর উত্তরে জানানো হয়, এর আগে বহুবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে এই রায় দেওয়া হয়েছে, এবং সেগুলোকে উদাহরণ হিসাবে তুলে ধরা হয়। মামলায় কোনও সারবত্তা নেই বলে আর্জি জানানো হয় কাঁথি পুরসভার তরফে।

উল্লেখ্য, ২০২০-র ১৯ মে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে কাঁথি পুরসভার প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়। কিন্তু গত ৩০ ডিসেম্বর  রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর বিজ্ঞপ্তি দিয়ে সৌমেন্দুকে ওই পদ থেকে সরিয়ে দেয়। এরপরই ১ জানুয়ারি বিজেপিতে যোগ দেন সৌমেন্দু। মঙ্গলবার আবার দুপুরে এই মামলার শুনানি আছে। ওই দিন সৌমেন্দুর আইনজীবীর কোনও আইনি জবাব থাকলে, তা পেশ করতে পারেন বলে জানিয়েছেন বিচারপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *