কলকাতা: নতুন বছরের শুরুতেই বিরাট আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল বাঙালি। মহারাজ, সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন আর আতঙ্কের কোন জায়গা নেই। সম্পূর্ণ সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, আগামীকাল বাড়ি ফিরছেন তিনি। রাজ্যবাসীকে চরম স্বস্তির খবর দিয়েছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। জানা গিয়েছে, কাজে যোগ দিতেও কোনো বাধা নেই মহারাজের, এমনকি খেলতে পারবেন ক্রিকেটও।
উডল্যান্ড হাসপাতালে ভর্তি হওয়ার পর ৯ সদস্যের মেডিকেল টিম গঠিত হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য। পরবর্তী ক্ষেত্রে ডাক্তার দেবী শেঠি এসে মহারাজের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেন। সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে, এখন পুরোপুরি সুস্থ রয়েছেন দাদা, বাকি দুটি ব্লকেজ দূর করতে এনজিওপ্লাস্টির দরকার পড়বে না এখন। সুতরাং আগামীকাল বাড়ি ফিরতে পারেন তিনি। গতকাল থেকেই জানা গিয়েছিল ওষুধে ভালো কাজ করছে মহারাজের শরীর। সবকিছু নিয়মমাফিক এমনিতেই চলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তাই আলাদা করে কঠোর পর্যবেক্ষণ দরকার নেই। তিনি নিজের স্বাস্থ্যের যেভাবে খেয়াল রাখেন সেইভাবে রাখলেই হবে, রুটিন মেনে খাওয়া-দাওয়া করতে হবে এবং নিজের মানসিক চাপ কমাতে হবে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। আরো জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় এখন এতটাই সুস্থ হয়ে বাড়ি ফিরে কাজে যোগ দেওয়া তো বটেই ক্রিকেট পর্যন্ত খেলতে পারেন। সব মিলিয়ে এক বিরাট স্বস্তি পেল বাংলা এবং বাঙালি।
সৌরভের হৃৎপিণ্ডের ৩টি ধমনীতে ‘ব্লক’ ধরা পড়েছিল। ডান দিকের ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে ইতিমধ্যেই। বাঁ দিকের দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হবে কি না তাঁর সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে নেওয়ার কথা ছিল। সেটাই এখন জানা গিয়েছে যে, এখন আর আপাতত তার দরকার পড়বে না।গতকাল সকাল সাড়ে ১১ টায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আলোচনায় বসেন। মহারাজের বর্তমান শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।