কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ, নাড্ডার জনসভা ঘিরে চড়ছে পারদ

একই সঙ্গে বর্ধমান জেলায় আরও বেশকিছু কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি, জানা গিয়েছে এমনটাই।

 

কলকাতা: গত মাসেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে ছিল পশ্চিমবঙ্গে। নতুন বছরের শুরুতেই একবার ফিরে আসছেন জেপি নাড্ডা। দলীয় সূত্রে খবর, এবার কাটোয়ায় জনসভা করবেন তিনি এবং কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন। একই সঙ্গে বর্ধমান জেলায় আরও বেশকিছু কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি, জানা গিয়েছে এমনটাই।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৯ জানুয়ারি মুস্থুলি গ্রামে কলেজের পাশের জমিতে সভাস্থল করা হয়েছে। সেখানেই জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তবে সভার আগে কাটোয়ার গৌরাঙ্গ বাড়িতে পুজো দেবেন জেপি নাড্ডা। এরপর এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ করার কথা রয়েছে তাঁর। প্রথমে জানা গিয়েছিল, ৯ তারিখ বঙ্গে আসার পর ১০ তারিখও হয়তো বাংলায় থাকতে পারেন তিনি। কিন্তু আপাতত সেই খবরের সীলমোহর পড়ছে না। এদিকে কাটোয়ার জনসভায় বিরাট মাপের যোগদান হতে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি সেদিন এক রোড শো করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। যদিও সে ব্যাপারেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি দলের তরফে। কনভয় হামলার ঘটনার পর জেপি নাড্ডারবাংলা সফরকে কেন্দ্র করে নতুন করে উন্মাদনা সৃষ্টি হয়েছে একই সঙ্গে নিরাপত্তা নিয়ে বাড়তি পদক্ষেপ নিচ্ছে ভারতীয় জনতা পার্টি শিবির।

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতির বাংলা সফরের পর এই মাসেই রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী, অন্যদিকে ৩০ জানুয়ারি ফের একবার বঙ্গ সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপাতত খবর তেমনটাই। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় যে মোটামুটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাড়তি সময় দেবে তা নিয়ে কোন সন্দেহ নেই। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম ও বর্ধমান এই দুই জেলায় এবার বিশেষ লক্ষ্য গেরুয়া শিবিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *