জুনিয়র মৃধার খুনে ‘প্রেমিকা’ প্রিয়াঙ্কাকে গ্রেফতার করল সিবিআই

কলকাতা: জুনিয়র মৃধার খুনে গ্রেফতার করা হল প্রেমিকা প্রিয়াঙ্কা চৌধুরীকে। এই মামলায় প্রথম থেকেই অভিযোগের তির তাঁর দিকেই ছিল। প্রায় এক দশক পর গ্রেফতার করা হল তাকে। সোমবার তাকে টানা সাত ঘণ্টা ম্যারাথন জেরার পর জুনিয়রের ‘প্রেমিকা’ প্রিয়াঙ্কাকে গ্রেফতার করেছে সিবিআই। প্রসঙ্গত প্রিয়াঙ্কা মোহনবাগানের প্রাক্তন কর্তার পুত্রবধূ।

 

কলকাতা: জুনিয়র মৃধার খুনে গ্রেফতার করা হল প্রেমিকা প্রিয়াঙ্কা চৌধুরীকে। এই মামলায় প্রথম থেকেই অভিযোগের তির তাঁর দিকেই ছিল। প্রায় এক দশক পর গ্রেফতার করা হল তাকে। সোমবার তাকে টানা সাত ঘণ্টা ম্যারাথন জেরার পর জুনিয়রের ‘প্রেমিকা’ প্রিয়াঙ্কাকে গ্রেফতার করেছে সিবিআই। প্রসঙ্গত প্রিয়াঙ্কা মোহনবাগানের প্রাক্তন কর্তার পুত্রবধূ।

২০১১ সালের ১১ জুলাই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। সেখান থেকেই জুনিয়রের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান করা হয় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুনিয়রের।কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে তাঁর কাঁধে গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়। এরপর থেকেই সন্দেহ অন্য দিকে মোড় নেয়। পরিবারের তরফে দাবি করা হয়, দুর্ঘটনার দিন দুপুরে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য বেরিয়েছিলেন। প্রিয়াঙ্কার বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র। জুনিয়রের বাবা-মা ছেলের মৃত্যুর পর থেকেই প্রিয়াঙ্কার ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। খুনের আটদিনের মাথায় সিআইডি তদন্তভার পায়। তদন্ত চলাকালীনই চার আধিকারিককে বদলি করা হয়। তখনই অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে তদন্তের গতি রুদ্ধ করছেন মোহনবাগানের প্রাক্তন কর্তা।

ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানান জুনিয়রেরে বাবা-মা। ২০১২ সালের ১০ ডিসেম্বর এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন তাঁরা। এরপর সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়। ২০১৯ সালে জুন মাসে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিআইডিকেও রীতিমতো ভর্ৎসনা করা হয়। আদালতের রায়কে চ্যালঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দাখিল করেছিল রাজ্য। গত বছরের ফেব্রুয়ারিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পরই বিভিন্ন তথ্য সামনে আসতে থাকে। তার ভিত্তিতেই সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য প্রিয়াঙ্কাকে ডাকা হয়। সাত ঘণ্টা জেরার পর প্রিয়াঙ্কাকে গ্রেফতার করে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =