কয়লা-গরু পাচারকাণ্ডে ফের তৎপর সিবিআই, উচ্চপদস্থ অফিসারদের তলব

কয়লা-গরু পাচারকাণ্ডে ফের তৎপর সিবিআই, উচ্চপদস্থ অফিসারদের তলব

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। একদিকে শাসকদলকে কোণঠাসা করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি, অন্যদিকে গেরুয়া শিবিরের দিকে একের পর এক অভিযোগ কটাক্ষের তির শানিয়ে চলেছে তৃণমূলও। এমতাবস্থায় রাজ্যে কয়লা ও গরু পাচার কাণ্ডকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে সিবিআই।

সূত্রের খবরে জানা গেছে, কয়লা ও গরু পাচার কাণ্ডে রাজ্য প্রশাসনের মোট ৬ জন অফিসারকে তলব করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। এঁদের মধ্যে আছেন ৩ জন আইপিএস (IPS) অফিসার এবং রাজ্য পুলিশের ৩ জন আধিকারিক। আজ সিবিআইয়ের দফতর থেকে তাঁদের তলব করে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে সিবিআই সূত্রের খবরে।

ঠিক কী অভিযোগ রয়েছে ওই পুলিশ অফিসারদের বিরুদ্ধে? সিবিআই সূত্রের খবর, গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার একাধিক পুলিশ অফিসারের নাম তাদের সামনে উঠে এসেছে। গরু কিংবা কয়লা পাচারকারীদের সঙ্গে ওই সমস্ত পুলিশ অফিসারের যোগসূত্র রয়েছে বলেই মনে করছে সিবিআই। শুধু তাই নয়, এ বিষয়ে একাধিক সাক্ষীর বয়ানে ওই পুলিশ অফিসারদের নামও করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই। এরপরেই তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিবিআইয়ের তলবের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের প্রাক্তন ডিআইজি কল্লোল গণাই এবং মুর্শিদাবাদের প্রাক্তন অ্যাডিশনাল এসপি অংশুমান সাহা। তাঁদের দু’জনের বিরুদ্ধেই গরু পাচারাকারীদের সঙ্গে ফোনে কথা বলার অভিযোগ রয়েছে। কয়লা পাচারে নাম উঠেছে হুগলির পুলিশ সুপার তথাগত বসুর। এছাড়াও আরো ৩ জন আইপিএস অফিসারকেও শমন পাঠিয়েছে সিবিআই।অভিযোগ, কয়লা কিংবা গরু পাচারের পর এঁদের কাছে বিপুল পরিমাণ টাকাও পাঠিয়ে দেওয়া হত। জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই সিবিআইয়ের নিজাম প্যালেসের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে ওই ৬ জন পুলিশ অফিসারকে। সিবিআই সূত্রের দাবি, কয়লা ও গরু পাচারের তদন্তে বারবার একাধিক পুলিশের নাম জড়িয়েছে। সে কারণেই এ বিষয়ে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =