হাইকোর্টে TET মামলার রায়ে বড় স্বস্তি, যুক্ত হবে অতিরিক্ত নম্বর

হাইকোর্টে TET মামলার রায়ে বড় স্বস্তি, যুক্ত হবে অতিরিক্ত নম্বর

 

কলকাতা: টেটের ভুল প্রশ্ন মামলায় ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তি পেলেন কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ ২০১৪  সালের টেটের ভুল প্রশ্ন মামলায় রাজ্যকে নির্দেশ দেওয়ার পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগের আবেদন জমা দেওয়ার সময়সীমা আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷

গত মাসের ২৩ তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে৷ যারা টেট উত্তীর্ণ এবং  যারা প্রশিক্ষণপ্রাপ্ত, তারা এই নিয়োগের আবেদন করতে পারবেন৷ এই বিষয়ে অনলাইনে আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷ আগামীকাল আবেদনের শেষ দিন৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কলকাতা হাইকোর্টে বেশ কয়েকজন চাকরিপ্রার্থী আবেদন জানান৷

তাঁদের দাবি, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেখানে ৬টি প্রশ্ন ভুল ছিল৷ সেই ভুল প্রশ্নে যাঁরা উত্তর দিয়েছিলেন, কিংবা উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের প্রত্যেককে অতিরিক্ত ৬ নম্বর দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরিপ্রার্থীদের এখনও পর্যন্ত ৬ নম্বর বাড়িয়ে দেয়নি বলে আদালতে তোলা হয় দাবি৷ আর সেই কারণে কয়েক হাজার পরীক্ষার্থী টেট পাস করতে পারছেন না কিংবা তালিকার প্রথম দিকে উঠে আসতে পারছেন বলে আদালতে মামলা করেন চাকরিপ্রার্থীরা৷ আদালতের নির্দেশ মেনে চাকরিপ্রার্থীদের ৬ নম্বর যুক্ত করার মমলায় হাইকোর্ট ফের নির্দেশ দিয়েছে, অবিলম্বে ২০১৪ সালে টেট প্রার্থীদের ৬ নম্বর যুক্ত করে দিতে হবে৷ এরপর যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হবেন, ইন্টারভিউয়ের জন্য অফলাইনে তারা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত ফর্ম জমা করাতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =