বিজেপি নেতাদের ‘বহিরাগত’ বলায় মমতার বিরুদ্ধে সরব ধনখড়

বিজেপি নেতাদের ‘বহিরাগত’ বলায় মমতার বিরুদ্ধে সরব ধনখড়

eda3be90d22bf3ae90307319405db27c

 

নিজস্ব সংবাদদাতা, তমলুক: জেলা জুড়ে রাজনৈতিক অস্থিরতার বুধবার ১ দিনের সফরে পূর্ব মেদিনীপুর জেলায় এলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সুদেশ ধনখড়৷ এদিন মেদিনীপুরে পা দেওয়ার পর বর্গভীমা মন্দিরে পুজো দেন ধনকড়৷ জানান, বাংলায় শান্তি প্রার্থনা করেছেন তিনি৷ একইসঙ্গে বিজেপি নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত মন্তব্যে কড়া সমালোচনা করেন রাজ্যপাল৷ বলেন, ভারতীয়দের একটাই পরিচয় যে তারা ভারতমাতার সন্তান৷ আমার ব্যাথা লাগে যখন কাউকে বহিরাগত বলা হয়৷ যা সংবিধানের অসম্মান করে৷

এদিন কৃষক নিধি সম্মান নিয়েও কথা বলেন ধনকড়৷ বলেন দেশের প্রত্যেক কৃষক ১৪ হাজার টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে৷ কিন্তু বাংলার ৭০ লক্ষ কৃষকেরা তা থেকে বঞ্চিত হয়ে আছে৷ একইসঙ্গে কেন্দ্রের কিছু প্রকল্প রাজ্যে চালু না হওয়ায় প্রতিবারের মতো এবার উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল৷ বলেন, এমন কী সংঘর্ষ হল যার জন্য সুযোগ-সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে৷

একইসঙ্গে রাজ্যপালের হুঁশিয়ারি, সরকারের আমলারা যদি ভাবেন রাজনীতি করবে এবং সংবিধানের উলঙ্ঘন করে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে৷ সময় থাকতে নিজেদের শুধরে নেওয়ার সতর্কবার্তাও দেন রাজ্যপাল৷ প্রসঙ্গত, রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস৷ তাদের দাবি, বিজেপির এজেন্ডা পূরণ করতেই রাজ্যে পাঠানো হয়েছে এই রাজ্যপালকে৷ যা নিয়ে শুরু থেকেই রাজ্য-রাজ্যপালের সংঘাতের স্বাক্ষী হয়েছে বাংলার মানুষ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *