কলকাতা: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের পুরনো দলকে আক্রমণ করেই চলেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে স্বাস্থ্য সাথী প্রকল্প, কৃষি আইনের বিরোধিতা করা থেকে শুরু করে, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে না লাগু করা, সব বিষয়ে রাজ্যের শাসক দলের সমালোচনা করছেন শুভেন্দু। এদিকে নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘খাটো’ করে দেখিয়ে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের ‘অবদানের’ কথা বলেছেন বিজেপি নেতা। সেই প্রসঙ্গেই এদিন শুভেন্দু অধিকারীকে নিশানা করে আক্রমনাত্মক হলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। বিজেপি নেতাকে আক্রমণ করে বললেন, শুভেন্দু অধিকারীর নরকেও জায়গা হবে না।
এদিন লালগড়ের এক সভামঞ্চে বক্তৃতা দিতে গিয়ে মদন মিত্র বলেন, যুধিষ্ঠির সত্যবাদী ছিলেন। তবুও তাকে নরক দর্শন করতে হয়েছিল অল্প মিথ্যে কথা বলার জন্য। এদিকে নিতাই এবং নন্দীগ্রাম আন্দোলন নিয়ে শুভেন্দু অধিকারী মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছেন। মদন জানাচ্ছেন, নেতাই এবং নন্দীগ্রামের আন্দোলনের জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, এসেছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, তেমনটাই বলেছে শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষিতে তিনি বলেন, শুভেন্দু অধিকারীর নরকেও জায়গা হবে না! পাশাপাশি তিনি আরো বলেন, পার্থ চট্টোপাধ্যায় এর কাছে তিনি অনুমতি চাইছেন মিছিল বের করার। শুভেন্দু অধিকারী যেখানে মিছিল বের করবেন সেখানেই দুটো মিছিল বের করবে তৃণমূল কংগ্রেস। এই কথা বলেই শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ করে মদন মিত্র বলেন, মায়ের দুধ খেয়ে থাকলে, বাপের বেটা হলে যেন সেই মিছিলের মোকাবিলা করে!
শুভেন্দু অধিকারী একাধিকবার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তিনি তৃণমূল কংগ্রেসকে ঘেন্না করেন। এই প্রসঙ্গ তুলেওএ দিন বিজেপি নেতাকে আক্রমণ করেন মদন মিত্র। তিনি প্রশ্ন তোলেন, শুভেন্দু অধিকারী কি নিজের বাবাকেও ঘৃণা করেন, কারণ তিনি তো এখনো তৃণমূলে রয়েছেন। অন্যদিকে তাঁর মা, তিনিও জনসমক্ষে এসে এখনও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলেননি। তাহলে কি শুভেন্দু অধিকারী নিজের মাকেও ঘৃণা করেন?