‘তোলাবাজ প্রমাণ করতে পারলে মৃত্যুবরণ করব’, প্রকাশ্যে চ্যালেঞ্জ অভিষেকের

‘তোলাবাজ প্রমাণ করতে পারলে মৃত্যুবরণ করব’, প্রকাশ্যে চ্যালেঞ্জ অভিষেকের

গঙ্গারামপুর: বিজেপিতে যোগদান করার পর যেখানেই সভা করেছেন সেখানেই স্লোগান তুলেছেন ‘তোলাবাজ ভাইপো হটাও’৷ একইসঙ্গে কয়লাচোর, বালিচোর তকমাও এঁটে দিয়েছেন৷ তবে তার পাল্টা দিতে ছাড়েননি যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নিশানার পাল্টা নিশানা করেছেন তিনিও৷ বৃহস্পতিবার দঃ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে ফের নাম না করে শুভেন্দুকে পাল্টা আক্রমণ করলেন অভিষেক৷ তোলাবাজ ভাইপো মন্তব্যকে হাতিয়ার করে দাগলেন পাল্টা তোপ৷ প্রশ্ন তুললেন, টিভিতে কাকে টাকা নিতে দেখেছে মানুষ? যে তাকে তোলাবাজ বলা হচ্ছে? 

শুভেন্দু অধিকারী বলেছিলেন, কলকাতায় আর দিল্লিতে এক সরকার থাকা উচিত৷ এপ্রসঙ্গেও এদিন শুভেন্দুকে একহাত নেন অভিষেক৷ বলেন, দিল্লি আর কলকাতায় এক সরকার থাকলে চুরি করা যাবে না তাই না? সিবিআই, ইডির ভয় থাকবে না৷ যেমনটা বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে হয়ে থাকে বলেও কটাক্ষ করেন অভিষেক৷ একইসঙ্গে এদিন অভিষেকের চ্যালেঞ্জ, তিনি তোলাবাজ যদি তা কেউ প্রমাণ করতে পার, তাহলে মৃত্যুবরণ করবেন তিনি৷ অভিষেক বলেন, তিনি তোলাবাজ যদি তা কেউ প্রমাণ করতে পারে তাহলে ফাঁসির মঞ্চে ঝুলে যাবেন তিনি৷

এদিন কৈলাস বিজয়বর্গীয়কে ফের বহিরাগত বলে আক্রমণ করেন অভিষেক৷ একইসঙ্গে তিনি বলেন, তাকে ভাইপো বলে আক্রমণ করা হয় যাতে তিনি মামলা না করতে পারেন৷  অভিষেক ফের একবার নাম করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন এরা সবাই গুন্ডা। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে বহিরাগত বলে তোপ দাগেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =