‘বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে গাছে টাঙিয়ে দেব’, সাংসদ-মন্তব্যে অস্বস্তি পদ্মশিবিরে!

‘বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে গাছে টাঙিয়ে দেব’, সাংসদ-মন্তব্যে অস্বস্তি পদ্মশিবিরে!

7b6c7cd65ec8dac7c8b60a317e4bf97a

বর্ধমান: একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের পরিস্থিতি। লোকসভা নির্বাচনের সাফল্যকে হাতিয়ার করে বাংলার ক্ষমতা দখলের লড়াইয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি, ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় ভোটের উত্তাপে বারবার সংযম হারাচ্ছেন রাজনৈতিক নেতারা।

এদিন বর্ধমানের এক সভা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের ‘টাঙিয়ে’ দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা সুনীল মণ্ডল। রাজ্যে সম্প্রতি শাসকদল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার যে হিরিক শুরু হয়েছে, সুনীল বাবুও তারই শরিক। পূর্ব বর্ধমানের এই সাংসদ সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। আর পদ্ম শিবিরে গিয়েই পুরোনো দলের কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

কালনার এক দলীয় সভা থেকে সুনীল মণ্ডল শাসক দলের কর্মীদের হুমকি দেন। তিনি বলেন, ‘‘বিজেপি কর্মীদের গায়ে হাত পড়লে ছেড়ে দেব না৷ শুধু মোবাইল ফোনে ছবিটা তুলে রাখবেন৷ পরে তাদের গাছে টাঙিয়ে দেব৷’’ এখানেই শেষ নয়, তিনি বিরোধীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘‘প্রতিহিংসার রাজনীতি করতে বাধ্য করবেন না৷ আমার গাড়ি ভেঙেছে, কিছু বলিনি৷ কিন্তু দলের কর্মীদের গায়ে হাত দিলে ছেড়ে দেব না৷’’

বেশ কিছু দিন ধরেই শাসক দলের বিরুদ্ধে বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণের অভিযোগ আনা হচ্ছে গেরুয়া শিবির থেকে। এদিন সেই অভিযোগের সুরে সুর মেলাতে গিয়েই এরূপ মন্তব্য করেন সুনীল মণ্ডল৷ হিংসায় প্ররোচনামূলক এহেন মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুরের সভায় প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেই গেরুয়া পতাকা হাতে তুলে নেন সুনীল মণ্ডল৷ এরপর থেকেই পুরোনো দলের বিরুদ্ধে একাধিক বার মুখ খুলতে দেখা গেছে তাঁকে৷ কলকাতায় বিজেপির দলীয় দফতরে প্রবেশের সময় তাঁকে বাধাও দেওয়া হয় বলে উঠেছিল অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *