ভোটে জিতলে বাংলাতেও লাভ জিহাদ আসবে, ঘোষণা মধ্যপ্রদেশের বিজেপি নেতার

কলকাতা: পশ্চিমবঙ্গেও লাগু হতে পারে লাভ জিহাদ বিরোধী আইন। বিজেপি ক্ষমতায় এলে এই আইন আনা হতে পারে বলে জানালেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বৃহস্পতিবার দুর্গাপুরে একথা জানিয়েছেন তিনি। আর এরপরই বিজেপি নেতার এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

 

কলকাতা: পশ্চিমবঙ্গেও লাগু হতে পারে লাভ জিহাদ বিরোধী আইন। বিজেপি ক্ষমতায় এলে এই আইন আনা হতে পারে বলে জানালেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বৃহস্পতিবার দুর্গাপুরে একথা জানিয়েছেন তিনি। আর এরপরই বিজেপি নেতার এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

বাংলা বিধানসভা নির্বাচনে জয়ী হতে মরিয়া বিজেপি। তাই রাজ্যে একাধিক পর্যবেক্ষণ নিযুক্ত করেছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গে ৪৮টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন নরোত্তম মিশ্র। দুর্গাপুরে এক কর্মিসভায় বৃহস্পতিবার নরোত্তম মিশ্র জানান, পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তবে লাভ জিহাদ বিরোধী আইন আনার প্রস্তাব দেওয়া হবে। প্রেমের নামে মেয়েদের ধর্মান্তরিত করার ষড়যন্ত্র লাভ জিহাদ। এক বিরুদ্ধে ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের মতো রাজ্যে লাভ জিহাদ বিরোধী আইন আনা হয়েছে। এই আইনের কারণ জোর করে ধর্মান্তরণ প্রতিরোধ করা।

তবে বিরোধীদের দাবি, এই আইন মুসলিমদের হেনস্থা করার জন্য। এই রাজ্যেও হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যই এই আইন আনার কথা বলছে বিজেপি। নরোত্তম মিশ্রের নেতার মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূলের এক মুখপাত্র জানিয়েছেন, বিজেপি পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চালাচ্ছে। অন্য রাজ্য থেকে বিজেপি নেতারা এসে এখানে মানুষে মানুষে সমস্যা তৈরির চেষ্টা করছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা নিয়ে দিবাস্বপ্ন দেখছে গেরুয়া শিবির। এমন চলতে থাকলে দেশের মানুষও তাদের প্রত্যাখ্যান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + sixteen =