শান্তিপুর: দলের কোনও পদে থেকে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। দলের এই নিয়মের কারণেই দলের পদ থেকে ইস্তফা দিলেন নদিয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির আহ্বায়ক স্বপন দাস। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান তিনি। সেই প্রত্যাশাতেই পদত্যাগ করেছেন স্বপন দাস। তাঁর জায়গায় নতুন আহ্বায়ক নিযুক্ত করেছে বিজেপি। তিনি হলেন বাপ্পা হালদার।
স্বপন দাস পেশায় শান্তিপুর হিন্দু স্কুলের শিক্ষক। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন তিনি। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত স্বপনবাবু। বছরখানেক আগে তিনি বিজেপির আহ্বায়ক নিযুক্ত হন। কিন্তু এখন স্বপনবাবু জানতে পারেন দলীয় কোনও পদে থাকলে প্রার্থী হওয়া সম্ভব নয়। তাই দলের ওই পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রসঙ্গত, স্বপনবাবু ছাড়া শান্তিপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচন লড়তে অনেকেই উৎসাহী। লোকসভা নির্বাচনে ২৪ ওয়ার্ডের শান্তিপুর পুরসভায় ৩৫ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। ফলে বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে জিততে পারে বলে মনে করছেন অনেকে।
স্বপনবাবুর পদত্যাগপত্র বৃহস্পতিবার গ্রহণ করেছেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠিন জেলা সভাপতি অশোক চক্রবর্তী। তিনি জানিয়েছেন, স্বপনবাবু তাঁর দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে প্রার্থীপদ নিয়ে দল কাউকে কোনও নিশ্চয়তা দেয় না। কে কে প্রার্থী হবেন তা দলীয় নেতৃত্বই ঠিক করে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তবে তিনি ইস্তফাপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন অশোকবাবু। স্বপনবাবুর ইস্তফা দেওয়া পদে বসানো হয়েছে চক দিগনগরের শিক্ষক বাপ্পা হালদারকে।