১৫ দিনে মধ্যেই শিক্ষক নিয়োগের নির্দেশ, হাইকোর্টের ধাক্কা রাজ্যের

১৫ দিনে মধ্যেই শিক্ষক নিয়োগের নির্দেশ, হাইকোর্টের ধাক্কা রাজ্যের

কলকাতা: ফের শিক্ষক নিয়োগ মামলায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার৷ ১৫ দিনের মধ্যে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিন কলকাতা হাইকোর্ট৷ ২০০৯ সালে ঝুলে থাকা নিয়োগপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে আদালত৷

জানা গিয়েছে, ২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হয়। বাকি সব জেলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও মালদা ও হাওড়া ও দুই ২৪ পরগনার নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। নিয়োগ প্রক্রিয়া হলেও মালদা ও দুই ২৪ পরগনার নিয়োগ হয়নি৷ এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী মালদা এবং উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে দু’সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার এই নির্দেশ দিয়েছেন৷ দুই ২৪ পরগনায় ২৬০০, মালদা ১৩৩১ নিয়োগ প্রথী কে অবিলম্বে নিয়োগ করতে হবে বলে দেওয়া হয়েছে নির্দেশ৷ আজ আদালত সাফ জানি দিয়েছে, ১৪৫ দিনের মধ্যে নিয়োগ করতেই হবে৷ যদি শূন্যপদ না থাকে, তাহলে শূন্যপদের ব্যবস্থা করে নিয়োগ করতে হবে৷

২০০৯ সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক পদে বিজ্ঞপ্তি জারি হয়৷ ২০১০ সালে সমস্ত জেলায় নিয়োগ পরীক্ষা ও নিয়োগ হলেও বাদ পড়ে গিয়েছিল মালদা, দুই ২৪ পরগনা ও হাওড়া৷ ২০১২ সালে নিয়োগে  অস্বচ্ছতার অভিযোগে রাজ্য সরকার সেই পরীক্ষা বাতিল করে দেয়৷ কিছু পরীক্ষার্থীর মামলার সৌজন্যে ২০১৪ সালে হাওড়া জেলার চূড়ান্ত তালিকা ঘোষণা থেকে শুরু করে নিয়োগ, কিছুই হয়নি৷ ২০১৪সালে মালদা জেলায় নতুন করে পরীক্ষা নেওয়া হয়৷ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইন্টারভিউ শেষ হয়ে ২০১৫ সালে৷ সেই প্যানেল পর্ষদে অনুমোদিত হলেও ঝুলে ছিল মালদা ও দুই পরগনার নিয়োগ৷ ২০১৭ সালে হাইকোর্ট সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়৷ কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও মালদা ও দুই ২৪ পরগনায় নিয়োগ হয়নি৷ ২০১৮ সালে ফের মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে৷ ঝুলতে থাকে মামলা৷ এবার কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে পুরো প্যানেল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ার শেষ করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 12 =