কলকাতা: বেকারত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বারবার খোঁচা মেরেছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস। একাধিক পরিসংখ্যান প্রমাণ হিসেবে তুলে ধরে স্পষ্ট দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্য সরকার বেকারত্ব নিয়ে অনেক ভালো কাজ করেছে, এমনকি দেশের তুলনায় রাজ্যে বেকারত্বের হার কম। তবে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বিরাট হোঁচট খেলেন। তিনি দাবি করলেন, বাংলায় রয়েছে ৯ কোটি বেকার! অবশ্য বলার সঙ্গে সঙ্গে নিজের ‘ভুল’ শুধরে নিয়ে তিনি বলেন, ”ভুল বললাম, ৯ লক্ষ”। তবে অনুব্রত নেই মন্তব্য যে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়িয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।
এদিন এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে বেকারত্ব নিয়ে আক্রমণ করেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। তখনই তিনি বলেন, বাংলায় ৯ কোটি বেকার রয়েছে, তাদের তো চাকরি দেওয়ার কথা বলছে না কেন্দ্রীয় সরকার। তবে সঙ্গে সঙ্গে নিজের মন্তব্য শুধরে নিয়ে তিনি বলেন, ৯ লক্ষ বেকার রয়েছে, তাদের কেন্দ্রীয় সরকার চাকরি দিচ্ছে না কেন। প্রশ্ন তোলেন অনুব্রত। একই সঙ্গে বাংলার উন্নয়ন নিয়ে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন তিনি। বলেন দেশের একাধিক রাজ্যে বিজেপি সরকার রয়েছে, কিন্তু কোন প্রশাসন বাংলার মতো উন্নয়ন করতে পারছেনা এবং প্রকল্প ঘোষণা করতে পারছে না। এক্ষেত্রে হরিয়ানা থেকে শুরু করে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং গুজরাট রাজ্যের নাম নিয়ে কেন্দ্রকে একহাত নেন অনুব্রত মণ্ডল। স্পষ্ট দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত একটার পর একটা প্রকল্প এইসব রাজ্য ঘোষণা করতে পারছে না।
অনুব্রতর কথায়, একাধিকবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলা কৃষিতে প্রথম। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই কথা বলছেন। অন্যদিকে, বেকারত্ব ইস্যু নিয়ে বাংলাকে দরাজ সার্টিফিকেট দিয়েছে কেন্দ্র। এই প্রসঙ্গে অনুব্রত ক্ষোভ প্রকাশ করে বলেন, ওরা নিজেরা একটা রাজ্যেও কন্যাশ্রী যুবশ্রী প্রকল্প করতে পারেনি, এদিকে বাংলাকে আক্রমণ করছে প্রতি পদে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, বাংলার মা মাটি মানুষ তথা মা বোনেদের জন্য হৃদয় কাঁদে মুখ্যমন্ত্রীর। তিনি বাংলাকে ভালোবাসেন, বাংলার মানুষদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না।